শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

রূপচর্চায় নারীদের যেসব জেনে রাখা জরুরি

রূপচর্চায় নারীদের যেসব জেনে রাখা জরুরি

রুপচর্চা প্রতিটি নারীকে করে তোলে অনন্য। নারীরা তাদের সৌন্দর্য বাড়াতে নানা ভাবে নিজেকে সাজিয়ে তোলে। তবে রূপচর্চা করতে গিয়ে নানা রকম ভুল করে বসেন প্রায় সব নারী। যা ত্বকের নানাবিধ ক্ষতি করে থাকে।

তাই রূপচর্চা করতে গিয়ে যাতে ত্বকের কোনো ক্ষতি না হয় তাই কিছু কিছু ব্যাপার মনে রাখা প্রয়োজন। চলুন তবে জেনে নেয়া যাক কিছু তথ্য–

● মাথার ত্বকের ধরন না জেনে যেকোনো পণ্য ব্যবহার করা উচিত না।

● ভালো করে না জেনেশুনে ত্বকের কোনো পণ্য কেনা ঠিক না।

● আমাদের দেশের পরিবেশ বিবেচনায় পাউডার জাতীয় সানস্ক্রিন ভালো কাজ করে। কারণ, এতে করে লোমকূপ সুরক্ষিত থাকে ও সূর্যের অতিবেগুনি রশ্মি প্রবেশ করে ত্বকে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে না। তাই পাউডার জাতীয় সানস্ক্রিন ছাড়া ভিন্ন ধাঁচের সানস্ক্রিন ব্যবহার না করাই ভালো।

● শীত ও গ্রীষ্মকালভেদে ত্বকের পণ্য ভিন্ন হয়ে থাকে। তাই ত্বকের ধরন বুঝেই এই পণ্যগুলো ব্যবহার করতে হবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: