বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু সাফারি পার্কের নতুন অতিথি ৭ ময়ূর ছানা

বঙ্গবন্ধু সাফারি পার্কের নতুন অতিথি ৭ ময়ূর ছানা

 

সাতটি ফুটফুটে ময়ূর ছানাকে নিয়ে মা ময়ূরী সবুজ ঘাসে হাঁটছে। অপরুপ সুন্দর দৃশ্য ফুটে উঠেছে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে। নতুন অতিথি হিসেবে পার্কে ফুটেছে সাতটি ময়ূর ছানা। এর মধ্যে ছয়টি প্রাকৃতিকভাবে এবং একটি কৃত্রিম প্রজনন যন্ত্রে। ছানাগুলো এখন সুস্থ আছে। মঙ্গলবার প্রাকৃতিক পদ্ধতিতে তা দেয়া নয়টি ডিমের মধ্য থেকে ছয়টি ডিমের ছানা ফুটেছে। বাকি তিনটি ডিম নষ্ট হয়ে গেছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বন্যপ্রাণী গবেষক মো. তবিবুর রহমান বলেন, প্রায় ২৭-২৮ দিন আগে প্রাকৃতিক পদ্ধতিতে নয়টি ডিম নিয়ে মা ময়ূরটি তা দিতে বসেছিলো। মঙ্গলবার ৬টি ছানা প্রস্ফুটিত হয়। সদ্য জন্ম নেয়া প্রতিটি ছানা সুস্থ আছে। মায়ের সঙ্গে এদিক-ওদিক ঘোরাঘুরি করছে।  

তিনি আরো বলেন, ২৬ এপ্রিল ৩০টি ময়ূরের ডিম ইনকিউবেটরে (কৃত্রিম প্রজনন যন্ত্র) রাখা হয়েছিলো। ডিমগুলো থেকে সোমবার মাত্র একটি ময়ূর ছানা ফুটেছে। ইনকিউবেটরের সাফল্যের হার প্রায় ৪০ শতাংশ। তবে বাকিগুলোও পরদিন ফোটে।

সাফারি পার্কে এখন ৭৮টি ময়ূর বলে জানান তবিবুর রহমান। ময়ূর পাখি প্রজাতির বড় আকৃতির সুন্দর পাখি। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশে এক সময় ময়ূর পাওয়া গেলেও বর্তমানে এ প্রাণীটি বিলুপ্ত। ভারতীয় উপমহাদেশে ‘নীল ময়ূর’ এবং ‘সবুজ ময়ূর’ নামে দুই প্রজাতির ময়ূর পাওয়া যায়।

স্ত্রী ময়ূরের দৃষ্টি আকর্ষণ করার জন্য পুরুষ ময়ূর অপূর্ব পেখম মেলে তার দৈহিক সৌন্দর্যের জানান দিয়ে থাকে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: