শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কিশোরীকে গণধর্ষণ! শাস্তি কম হওয়ায় স্পেনে বিক্ষোভ

কিশোরীকে গণধর্ষণ! শাস্তি কম হওয়ায় স্পেনে বিক্ষোভ

স্পেনে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের তুলনামূলক শাস্তি কম দেয়ার কারণে বিক্ষোভ করেছে দেশটির জনগণ। বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুযায়ী, পাঁচ আসামি এক নারীকে ধর্ষণ করলেও আদালত শুধু ‘যৌন হামলার’ অভিযোগ গণ্য করে দোষীদের শাস্তি দিয়েছেন। কারণ ধর্ষণের শিকার হওয়ার সময় ওই নারী ‘অচেতন’ ছিলেন।

বিবিসি জানিয়েছে, স্পেনের আইন অনুযায়ী ভয়ভীতি বা জোরপূর্বক শারীরিক সম্পর্ক না হলে তা ধর্ষণ বলে গণ্য হয় না। যদি আসামিরা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হতো তাহলে তাদের ১৫ থেকে ২০ বছর শাস্তি দেয়া হতো।

কিন্তু বিষয়টি ‘যৌন হামলা’ গণ্য করায় তাদের শাস্তি হয়েছে ১০ থেকে ১২ বছর। আর ভুক্তভোগী ওই নারীকে ক্ষতিপূরণ হিসেবে ১২ হাজার ইউরো দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। 

উল্লেখ্য, ২০১৬ সালে স্পেনের মানরিসাতে একটি অনুষ্ঠানে মদ খেতে ‘বেহুঁশ’ হয়ে পড়েন ওই নারী। এই সুযোগে অভিযুক্তরা তাকে ধর্ষণ করে। ভুক্তভোগী নারী আদালতে জানিয়েছেন, তিনি ধর্ষণের ঘটনা তেমন মনে করতে পারছেন না। তবে ডিএনএ পরীক্ষায় ধর্ষণের ঘটনা প্রমাণিত হয়। কিন্তু এর আগেও এ ধরনের ঘটনায় আসামিদের তুলনামূলক কম শাস্তি দেয়া হয়েছিল।

কিন্তু বিভিন্ন কারণে স্পেনের সুপ্রিম কোর্ট পরবর্তীতে অভিযুক্তদের শাস্তি ৯ বছর থেকে বাড়িয়ে পনের বছর করে। যেটি ওই সময় ‘ওলফ প্যাক’ মামলা নামে পরিচিত। 

কিন্তু সাম্প্রতিক এই ধর্ষণের ঘটনার রায়ের পর মানবাধিকার কর্মীরা সমালোচনার ঝড় তুলেছেন। এ রায়কে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ সমাবেশ।

স্পেন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ধর্ষণ বিষয়ক আইন পর্যালোচনা করছেন। এ বিষয়ে প্রয়োজন হলে শাস্তি পরির্বতন করা হবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: