মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

করোনার যত ভ্যারিয়েন্ট জানা গেলো

করোনার যত ভ্যারিয়েন্ট জানা গেলো

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৮ কোটির বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৫৪ লাখের বেশি। করোনা আবির্ভাবের পর এর ভ্যারিয়েন্টও ধরা পড়েছে অনেক। করোনার পর যেসব ধরন এসেছে সেগুলো হলো, আলফা, বেটা, গামা, ডেল্টা, ওমিক্রন, ডেলমিক্রন ও ফ্লোরোনা।   

আলফা: ২০২০ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যে আলফা ধরনের আবির্ভাব ঘটে। এই ভ্যারিয়েন্টকে স্বীকৃতি দেওয়া হয় ২০২০ সালের ১৮ ডিসেম্বর।  তবে এই ধরন ততটা বিপজ্জনক নয় বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা  ।  

বেটা: দক্ষিণ আফ্রিকায় ২০২০ সালের মে তে বেটা ধরনের রোগী শনাক্ত হয়। এই ধরনকে স্বীকৃতি দেওয়া হয় ১৮ ডিসেম্বর ২০২০।

গামা: ২০২০ সালের মে মাসে ব্রাজিলে নতুন ধরন শনাক্ত হয়। এই ধরনের নামকরণ করা হয় গামা। একে স্বীকৃত দেওয়া হয় ২০২১ সালের জানুয়ারিতে।

ডেল্টা:  গামার পর ভারতে আসে কোভিড-১৯ এর নতুন ধরন ডেল্টা। ২০২০ সালের অক্টোবরে দেশটিতে সর্বপ্রথম এই ধরনের রোগী শনাক্ত হয়। এই ধরনকে স্বীকৃতি দেওয়া হয় ৪ এপ্রিল ২০২১ সালে।  

ওমিক্রন: এরপর বিশ্বব্যাপী যে ধরন তাণ্ডব চালাচ্ছে তা হলো ওমিক্রন। এই ভাইরাস ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ২০২১ সালের নভেম্বরে বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনে রোগী শনাক্ত হয়। এই ভাইরাস অন্যান্য যেকোনো ধরনের থেকে বেশি সংক্রমক বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে। এই ধরনের কারণে এরই মধ্যে বিশ্বব্যাপী ৭ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। নতুন করে লকডাউন দেওয়া হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এতে বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থা আরও বিপর্যস্ত হতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

ফ্লোরোনা: এদিকে ওমিক্রন ধরনের তাণ্ডব শুরুর মধ্যে কোভিড-১৯ এর নতুন ধরন আবির্ভাব হয়েছে। শুক্রবার ইসরায়েলে এক গর্ভবতী নারী বাচ্চা জন্ম দিতে হাসপাতালে ভর্তি হলে নতুন এই ধরন শনাক্ত হয়। তবে এই ধরন কতটা বিপজ্জনক, তা এখন পর্যন্ত জানা যায়নি। তথ্যসূত্র ডব্লিউএইচও, নিউজ ১৮, ওয়াল্ডোমিটার।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ