শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুরুদাসপুরে বিনামূল্যে অপারেশন

গুরুদাসপুরে বিনামূল্যে অপারেশন

অপারেশন থিয়েটার থেকে বের করা হলো ফুটফুটে এক নবজাতককে। আবাসিক মেডিকেল অফিসার রবিউল করিম শান্ত এই সিজার করেছেন। থিয়েটার থেকে বেরিয়ে তিনি জানালেন অপারেশনের পর মা ও শিশু দুইজনেই ভালো আছেন।

শনিবার দুপুর ৩টার দিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই অপারেশন কার্যক্রম চালানো হয়। এ সময় দরিদ্র এক প্রসূতির সিজার করা হয়।

খোঁজ নিয়ে জানা গেল, ২০০৯ সালে অপারেশন থিয়েটার চালুর সময় দুই একটি অপারেশনের পর তা বন্ধ হয়ে যায়। এরপর কেটে গেছে প্রায় ১০টি বছর। দীর্ঘ সময় পর আবারো চালু করা হয়েছে অপারেশন কার্যক্রম। এখন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দরিদ্রদের বিনামূল্যে এই সুবিধা দেয়া হচ্ছে।

আবাসিক মেডিকেল অফিসার রবিউল করিম শান্ত বলেন, হাসপাতালে দীর্ঘ সময় অপারেশন কার্যক্রম বন্ধ ছিল। এ কারণে প্রসূতিসহ অন্যান্য রোগীদের বেসরকারি হাসপাতালে এসব অপারেশন করাতে প্রায় ১০-১৫ হাজার টাকা ব্যয় হয়ে থাকে। গরিব রোগীদের পক্ষে এই খরচ বহন করা প্রায় অসম্ভব। তাই হাসপাতালে অপারেশন এখন বিনামূল্যে করা হচ্ছে। 

তিনি বলেন, মূলত স্থানীয় এমপি আব্দুল কুদ্দুসের তৎপরতায় চলতি মাসে আবারো এই অপারেশন কার্যক্রম চালু করা হয়েছে। এরপর থেকে সিজারিয়ান, অ্যাপেন্ডিক্স, ফিস্টুলা, পাইলসসহ বেশ কয়েকটি অপারেশন কার্যক্রম চালানো হয়েছে। সবশেষ শনিবার দরিদ্র এক প্রসূতির বিনামূল্যে সিজার করানো হয়েছে।

প্রসূতি মা সালেহা বেগম জানান, শুক্রবার হাসপাতালে ভর্তির পর থেকে চিকিৎসক নার্সরা বেশ তৎপর ছিলেন। শনিবার হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম করার পর চিকিৎসক সিজারের বিষয়ে জানান। তখন খরচের ব্যাপার নিয়ে আমরা চিন্তিত ছিলাম। চিকিৎসক জানালেন বিনামূল্যে হাসপাতালে অপারেশন হবে। এরপর দুপুর ৩টার দিকে চিকিৎসক অপারেশন করেন। এখন মা-শিশু দুইজনেই ভালো আছেন।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর