শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেঁচো সার উৎপাদনে মন্ডলের মাসিক আয় ৭০ হাজার টাকা!

কেঁচো সার উৎপাদনে মন্ডলের মাসিক আয় ৭০ হাজার টাকা!

কেঁচো কম্পোস্ট সার উৎপাদনে ব্যাপক সফলতার পাশাপাশি স্বাবলম্বী হয়েছেন রংপুরের পীরগাছা উপজেলার বড়দরগা ফকিড়া গ্রামের ফজলু মণ্ডল। বর্তমানে কেঁচো সার উৎপাদনে তিনি প্রতিমাসে ৭০ হাজার টাকা আয় করছেন! এদিকে ফজলুর দেখাদেখি এলাকার এখন অনেকেই কেচো কম্পোস্ট সার উৎপাদনে ঝুঁকে পড়ছেন।

জানা যায়, স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শে ও কৃষি বিভাগের সহায়তায় কেঁচো সার উৎপাদন শুরু করেন। প্রথমদিকে নিজের জমিতে ব্যবহার করলেও পরবর্তীতে তিনি বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদন শুরু করেন।

ফজলু মণ্ডল বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হোসেন আলী গাজীর পরামর্শে কেঁচো সার উৎপাদন শুরু করি। বর্তমানে প্রতি মাসে ২৫-২৬ টন কেঁচো সার উৎপাদন করছি। স্থানীয় কৃষক ছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লোকজন এসে তাঁর সার কিনে নিয়ে যাচ্ছেন।

ফজলু মণ্ডল আরও বলেন, বাণিজ্যিকভাবে এখন কেঁচো সার তৈরি করছি। কেঁচো কম্পোস্ট সারের মূল উপাদান হলো গোবর। প্রতি টন গোবর ক্রয় করতে তাঁর খরচ পড়ে ১ হাজার ৮০০ টাকা। শ্রমিকসহ সব মিলে গড় উৎপাদন পড়ে কেজিতে ৫ টাকা। প্রতি কেজি কেঁচো সার বিক্রি হচ্ছে ১০ টাকায়। ৩০-৩৫ দিনের মধ্যে কেঁচো সার সংগ্রহ করা যায়। সব মিলে কেঁচো সার থেকে প্রতি মাসে খরচ বাদে প্রায় ৭০ হাজার টাকা আয় হচ্ছে।চ

পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম বলেন, কেঁচো সার জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। মাটিতে পানি ধারণক্ষমতা বাড়ায়, মাটির গঠন উন্নত করে। এ সার ব্যবহার করলে বাম্পার ফলন মেলে। উৎপাদিত ফসলের গুণগত মানও ভালো হয়।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর