বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

র‍্যাম্প এ হাঁটবেন কূটনীতিকদের স্ত্রী`রা, ঢাকায় ফ্যাশন শো

র‍্যাম্প এ হাঁটবেন কূটনীতিকদের স্ত্রী`রা, ঢাকায় ফ্যাশন শো

কূটনীতিকদের স্ত্রীদের অংশগ্রহণে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ফ্যাশন শো। এতে মডেল হিসেবে থাকবেন রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের স্ত্রীরা।

২৪ নভেম্বর, শনিবার এ ফ্যাশন শোটি অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে জানানো হয়, শনিবার অনুষ্ঠান শুরুর আগে থাকছে একটি সংগীতানুষ্ঠন। এতে গাইবে যুক্তরাষ্ট্রের একটি ব্যান্ড দল।

ওই প্রতিবেদনে আরও জানানো হয়, বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করার উদ্দেশ্যে এ ফ্যাশন শোর আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তহবিল সংগ্রহ করা হবে।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেরিয়া জুনিয়রের স্ত্রী সান্দ্রা তাবাজারা  জানান, ফ্যাশন শোর তহবিল দিয়ে তারা প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থেকে সাহায্য করতে চান। অনুষ্ঠানটি সফল করতে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবকও তাদের সঙ্গে যোগ দিয়েছেন। সবার সঙ্গে এক হয়ে ভালো কিছু করার লক্ষ্য তাদের।

সান্দ্রা আরও জানান, মাদার তেরেসার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন তিনি। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তিনি এ উদ্যোগ গ্রহণের কথা বাংলাদেশের ডিজাইনার মাহিন খান, রাষ্ট্রদূত ও তাদের স্ত্রীদের জানালে ইতিবাচক সাড়া পান। এ বছরের উদ্যোগ আগামী বছরগুলোতে চলমান থাকবে। অন্যদেরও একই কাজ করতে অনুপ্রাণিত করতে চান তারা।

বাংলাদেশি ডিজাইনারদের কাজের মান নিয়ে মুগ্ধতার কথা জানান সান্দ্রা। সিল্ক ও জামদানি তার খুবই পছন্দ। তার ভাষ্য, বাংলাদেশের কোনো অনুষ্ঠানে গেলে এসব চমৎকার শাড়ি দেখে অবাক হয়ে যান।

সান্দ্রা মনে করেন শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বাংলাদেশ ও ব্রাজিলের অনেক মিল রয়েছে। বাংলাদেশে অনেক বড় বড় শিল্পী, চিত্রশিল্পী ও বুননশিল্পী রয়েছে। সংস্কৃতিতে বাংলাদেশ অনেক সমৃদ্ধ। একই রকমের সমৃদ্ধি রয়েছে ব্রাজিলেও। 

শনিবারের এ ফ্যাশন শোর আয়োজকদের মধ্যে রয়েছে ঢাকায় অবস্থিত ব্রাজিল দূতাবাস, স্পাউজেস অব হেড অব মিশনস (এসএইচওএম) এবং ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবে থাকছে কসমস গ্রুপ, রিভাইভ, বসুন্ধরা গ্রুপ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ঢাকা পেজথ্রি, বে ডেভলপমেন্টস লিমিটেড, বাংলাদেশ হেরিটেজ ক্রাফট ফাউন্ডেশন ও লা মেরিডিয়ান, ঢাকা। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ইউএনবি।

আলোকিত সিরাজগঞ্জ