সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

পুনিতের মৃত্যু: এক ভক্তের আত্মহত্যা, হৃদরোগে মৃত্যু ২

পুনিতের মৃত্যু: এক ভক্তের আত্মহত্যা, হৃদরোগে মৃত্যু ২

ভারতের দক্ষিণি সিনেমার শীর্ষ তারকা পুনিত রাজকুমার ৪৬ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুর খবরে শোকাতুর দেশটির বিনোদন অঙ্গন। শুধু তাই নয়, তার এক ভক্ত আত্মহত্যা করেছেন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুজন।

অভিনেতার পরিবার সূত্রে খবর, শুক্রবার সকালে জিম করছিলেন পুনিত রাজকুমার। সেসময় আচামকাই পড়ে যান। এর বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।

বেঙ্গালুরুর বিক্রম হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছিল, অভিনেতাকে যখন আনা হয়েছিল তখন তিনি অচেতন ছিলেন। তার উন্নত কার্ডিয়াক রিসাসিটেশন শুরু করা হয়েছিল। কিন্তু, তাকে বাঁচানো সম্ভব হয়নি।

জানা যায়, পুনিত রাজকুমারের মৃত্যুর খবর শুনে কর্ণাটকের এক ভক্ত আত্মহত্যা করেছেন। ফাঁস লাগানোর আগে তিনি তার ঘর পুনিতের ছবি দিয়ে সাজান।

কর্ণাটকের চামরাজনগর জেলার হানুর তুলকের মারুরু গ্রামের ৩০ বছর বয়সী এক যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার ঘরে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। গ্রামবাসীরা জানায়, পুনিত রাজকুমারের বড় ভক্ত ছিলেন মুনিয়াপ্পা। তার এমন কোনো সিনেমা নেই যে তিনি দেখতেন না। প্রিয় তারকার মৃত্যুর খবর সইতে পারেননি মুনিয়াপ্পা।

বেলাগাভির শিন্ডোল্লি গ্রামের এক ভক্ত পুনিতের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। শুক্রবার রাতে আরও এক ভক্ত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

কিংবদন্তী অভিনেতা রাজকুমারের ছেলে পুনিত রাজকুমার। ৪৬ বছর বয়সী এই অভিনেতাকে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির সব চেয়ে ধনী অভিনেতা হিসেবে গণ্য করা হয়। শিশুঅভিনেতা ক্যারিয়ার শুরু করেছিলেন পুনিত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। পেয়েছেন ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর