শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সুর স্রষ্টা আলাউদ্দিন আলীর স্মৃতিচারণায় তার মেয়ে

সুর স্রষ্টা আলাউদ্দিন আলীর স্মৃতিচারণায় তার মেয়ে

বাংলা সংগীতের রাজা হিসেবেই সবাই তাকে জানতেন। তিনি রাজাই ছিলেন। সুরে, গীতে, সংগীতায়োজনে আলাউদ্দিন আলী সমৃদ্ধ করেছেন এই বাংলা গানকে। কিংবদন্তি এই সুর স্রষ্টা গত ৯ আগস্ট না ফেরার দেশে চলে যান। তার স্মরণে ‘জীবন যেখানে যেমন’ নামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বাবাকে নিয়ে কথা বলবেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টায় তানভীর তারেকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচার হবে এই লাইভ অনুষ্ঠান।

তানভীর তারেক বলেন, আলাউদ্দিন আলীর সংগীত জীবন নিয়ে গবেষণা করবে আগামী প্রজন্ম। তাকে নিয়ে থিসিস হবে। কেউ কেউ তাকে নিয়ে পিএইচডি করবেন। আমরা সৌভাগ্যবান যে আমরা আলাউদ্দিন আলী প্রজন্মের শ্রোতা-দর্শক। তিনি বাংলা গানের এমনই একজন সম্পদ। আজকের আয়োজনটি মূলত এক শ্রদ্ধার্ঘ। এর মাধ্যমে তার সুযোগ্য কন্যা কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দিন প্রথমবারের মতো বাবার স্মরণে কোনো লাইভে অংশগ্রহণ করবেন।

তিনি আরো বলেন, ‘জীবন যেখানে যেমন’ অনুষ্ঠানে মূল অতিথি হিসেবে আলিফ আলাউদ্দিনের সঙ্গে বিভিন্ন প্রাসঙ্গিকতায় লাইভে আরো কয়েকজন সংযুক্ত হবেন। তারা বিভিন্ন বিষয়ে কথা বলবেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: