রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বিয়ের পর দুঃখ প্রকাশ করলেন শাওন ও টয়া

বিয়ের পর দুঃখ প্রকাশ করলেন শাওন ও টয়া

হঠাৎ করেই গেল ২৯ ফেব্রুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মুমতাহিনা টয়া ও অভিনেতা সায়েদ জামান শাওন। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের বাইরে কেউ উপস্থিত ছিলেন না। এ আয়োজনের বিষয়ে কাছের অনেকে জানাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন টয়া ও শাওন।

টয়া ও শাওন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক যৌথ স্ট্যাটাসের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন। সেখানে তারা লেখেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ! অভিভূত আমরা আপনাদের ভালোবাসায়। খুব অল্প সময়ের প্রস্তুতিতে, স্বল্প পরিসরে, পরিবারের মুরুব্বিদের উপস্থিতিতে আমাদের নিকাহ্ আয়োজন। 

এ স্ট্যাটাসে তারা আরো লেখেন, সময় স্বল্পতা আর দু’জনের ব্যস্ততায় চোখের পলকেই হাজির হয়ে যায় ২৯ ফেব্রুয়ারি। এই তারিখটিকে স্মরণীয় করে রাখতেই আমাদের এত তাড়া। আর এই তাড়াহুড়োয় জানাতে পারিনি কাউকেই। আমরা আন্তরিকভাবে দুঃখিত।

ফেসবুকে টয়া ও শাওন আরো লিখেছেন, অগণিত অভিমানী ক্ষুদেবার্তা, ফোন কল, দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে আমরা অনুভব করলাম আপনাদের ছাড়া আমাদের এই আয়োজন অসম্পূর্ণ। আপনাদের দোয়ায়, ইনশাল্লাহ খুব শিগগিরই আমরা বিয়ের পূর্ণ আয়োজন করবো। দাওয়াত পাবেন, না পেলেও চলে আসবেন। অভিমান ভুলে প্রাণ খুলে আমাদের দোয়া করে যাবেন।

প্রসঙ্গত, ছয় বছর আগে শাওন আর লাক্সসুন্দরী টয়ার পরিচয় হয়। তবে বন্ধুত্ব হয় বছর খানেক আগে একসঙ্গে একটি শর্টফিল্মে কাজ করার সুবাদে। সেই বন্ধুত্ব থেকেই প্রেমের শুরু চার মাস আগে। সেই প্রেমকে পরিণয় দিতে তারা বেছে নেয় ২৯ ফেব্রুয়ারি বা লিপ ইয়ারের মতো বিশেষ দিনটি। 

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ