বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

টিকটকে নিয়মিত পূর্ণিমা

টিকটকে নিয়মিত পূর্ণিমা

বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। নিজের রূপের গুণে এখনো মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন তিনি। তবে বর্তমানে পর্দায় খুব একটা দেখা যায় না তাকে। পর্দায় এ অভিনেত্রীকে সচরাচর দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ তিনি। নিয়মিত নিজের বিভিন্ন ছবি প্রকাশ করে নিজের উপস্থিতি জানান দেন পূর্ণিমা। 

এদিকে, কয়েক বছর ধরেই টিকটকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশে। তারকারাও মেতে উঠেছেন এতে। এর মধ্যে নায়িকা পূর্ণিমার ছবি মানেই লাখ লাখ রিয়েকশন আর সেখানে তার ভিডিও মানেই আকাশছোঁয়া ভিউ।

কিছুদিন আগেও নিয়মিত টিকটক ভিডিও প্রকাশ করেছেন পূর্ণিমা। তবে মাঝখানে টিকটকে তেমন দেখা যায়নি তাকে। তবে ভক্তদের জন্য সুখবর যে, আবারো টিকটকে নিয়মিত হচ্ছেন অভিনেত্রী।

পূর্ণিমা বলেন, অনেক দিন টিকটক ভিডিও করা হয় না। দেখি শিগগিরই আরো চার পাঁচটা টিকটক ভিডিও বানাবো।

উল্লেখ্য, গত ঈদুল আজহায় পূর্ণিমাকে ছোটপর্দায় দেখা গেছে। তার অভিনীত ‘সাবলেট’ নামের নাটকটিও প্রশংসিত হয়েছে। অপূর্ণ রুবেলের রচনায় এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: