শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত ২৫

নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত ২৫

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ ও সেটি থেকে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির রিভারস রাজ্যে ভোররাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। রোববার এক স্থায়ী নেতা বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

নেতা ইফেয়ানি ওমানোর জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় হতাহতের সংখ্যা আরো বেশি। তবে আমরা ২৫ জনের মরদেহ গণনা করছি। নিহতদের মধ্যে অল্পবয়স্ক ও বেশ কয়েকটি সম্প্রাদয়ের মানুষ রয়েছে বলে জানান তিনি।

স্থানীয় পুলিশের একজন মুখপাত্র বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করলেও হতাহতের সঠিক সংখ্যা এখনো প্রকাশ করেননি।

নাইজেরিয়ার তেল সমৃদ্ধ ডেল্টা অঞ্চলে অবৈধ পরিশোধন খুবই সাধারণ বিষয়। স্থানীয় দরিদ্র লোকেরা অতিরিক্ত মুনাফার জন্য এ কাজে যোগ দেন। তবে কাজটি অত্যন্ত বিপজ্জনক।

আফ্রিকা মহাদেশের বৃহত্তম তেল রফতানিকারক দেশ নাইজেরিয়া। দেশটিতে তেলক্ষেত্রে সশস্ত্র গোষ্ঠীর নাশকতা, অবৈধ তেল শোধনাগার, সংঘাত এবং অপহরণের মতো ঘটনার কারণে প্রতিদিন গড়ে প্রায় ২,০০,০০০ ব্যারেল তেল হারায়। উৎপাদনের ১০% এরও বেশি। এর পাশাপাশি নদী ও ব-দ্বীপ অঞ্চলে প্রযুক্তিগত অপ্রতুলতা এবং উপকরণের অভারেও কারণেও তেলের আয় হ্রাস পায়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: