বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে এবার পুলিশি নৃশংসতার শিকার ৭৫ বছরের বৃদ্ধ

যুক্তরাষ্ট্রে এবার পুলিশি নৃশংসতার শিকার ৭৫ বছরের বৃদ্ধ

পুলিশের বর্বর নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভে উত্তাল গোটা যুক্তরাষ্ট্র। ঘটনার দশম দিনেও অব্যাহত রয়েছে প্রতিবাদ বিক্ষোভ। তবে এর মধ্যেই দেশটিতে ফের ঘটেছে আরেক পুলিশি নৃশংসতার ঘটনা।

মার্কিন সংবাদমাধ্যম এনপিআর –এর এক সাংবাদিকের ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিক্ষোভের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ৭৫ বছর বয়সী এক ব্যক্তিকে ধাক্কা মেরে ফেলে দেয় মার্কিন পুলিশ। নিউইয়র্ক শহরের ওই ঘটনায় চিৎ হয়ে পড়ে যাওয়া বৃদ্ধের মাথা ফেটে রক্ত বের হয়ে যায়। এমনকি বৃদ্ধকে আর নড়তেও দেখা যায়নি।

ভিডিওটি ধারণ করার পর বাফেলের রেডিও ডাব্লিউবিএফও অনলাইনে সেটি পোস্ট করা হয়।

গত ২৫ মে শ্বেতাঙ্গ পুলিশের হাতে মিনেসোটায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড খুন হওয়ার জেরে চলমান বিক্ষোভের মধ্যে এই ভিডিও প্রকাশ্যে আসতেই ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: