শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

‘বন্দরে জমে থাকা পণ্য ছাড়ের ব্যবস্থা নেয়া হয়েছে’

‘বন্দরে জমে থাকা পণ্য ছাড়ের ব্যবস্থা নেয়া হয়েছে’

আমদানি করা পণ্য খালাসের ক্ষেত্রে বন্দরের সবগুলো সমস্যা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।  তিনি বলেন, বন্দরে জমে থাকা পণ্য ছাড়ের বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।

সচিব বলেন, আমি ও প্রতিমন্ত্রী মহোদয় চট্টগ্রাম বন্দরে গিয়ে মিটিংও করে এসেছি। আমরা সমস্যাগুলো সম্পর্কে অবহিত আছি।

বৃহস্পতিবার গণমাধ্যমে নৌ-পরিবহন সচিব আরো বলেন, সাধারণ ছুটির সময়ে যত পণ্য এসেছিল, নির্দিষ্ট সময় পরে তার যে স্টোররেন্ট দিতে হতো তা মওকুফ করা হয়েছে। এখন যে কেউ চাইলে পণ্য নিয়ে যেতে পারবেন।

তিনি বলেন, এছাড়া কাস্টমস সব পণ্য খালাসের অনুমতি দিয়েছে। সেখানে ব্যাংকগুলো বিকেল ৫টা পর্যন্ত কাজ করছে। ব্যাংকিং নিয়েও এখন কোনো সমস্যা নেই, সবগুলো সমস্যা সমাধান হয়ে গেছে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে। এরপর এই ছুটি বাড়ানো হয়েছে আগামী ৫ মে পর্যন্ত। ছুটির কারণে আমদানি করা বিপুল পরিমাণ পণ্য আটকে যায় দেশের বন্দরগুলোতে। এর মধ্যে রমজানের বিভিন্ন নিত্যপণ্যও রয়েছে। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: