সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

আরও তিন নারী পেলেন বীরাঙ্গনার স্বীকৃতি

আরও তিন নারী পেলেন বীরাঙ্গনার স্বীকৃতি

স্বাধীনতার ৪৭ বছর পরও সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার চোরাপল্লী খ্যাত উজানগাঁও গ্রামের তিন নারী বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। স্বীকৃতি পাওয়া তিন বীরাঙ্গনা হচ্ছেন, পিয়ারা বেগম, মুক্তাবান বিবি ও জমিলা।

গত ১২নভেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ৫৯তম সভায় গেজেটভুক্তি করে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়। গেজেটে তাদের সবধরনের সুযোগ সুবিধা দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধার স্বীকৃতির কাগজ নিয়ে বৃহস্পতিবার তারা সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরে আসেন। ভাতার জন্য আবেদন করেছেন তারা সবাই।

এলাকার প্রভাবশালী রাজাকারদের ভয়ভীতি উপেক্ষা করে গত বছর স্বীকৃতির জন্য আবেদন করেন পিয়ারা বেগম, মুক্তাবান বিবি, জমিলা বেগম। যাচাই বাছাই শেষে অবশেষে তাদের বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয় সরকার। শেষ বয়সে এসে স্বীকৃতি পেয়ে আনন্দিত বীরাঙ্গনারা।

তারা আরো জানান, তাদের বাবা-ভাই-চাচাসহ সবাইকে হত্যা করেছে রাজাকাররা। তাদের তুলে নিয়ে নির্যাতন করেছিল। সেই কথা মনে হলে এখনো চোখ ফেটে কান্না আসে তাদের। এসময় তারা এলাকার অন্যান্য বীরাঙ্গনার স্বীকৃতিসহ স্থানীয় জীবিত রাজাকারদের শাস্তি দাবি করেন।

স্থানীয় কমরেড অমর চান্দ দাস বলেন, ঐতিহাসিক একটি কাজে সহযোগিতা করে আমি আনন্দিত। গত বছর আবেদন করার পর এই নারীদের নিয়ে আমি ঢাকায় কয়েকবার গিয়েছিলাম। মন্ত্রণালয় ও সচিবালয়ে গিয়ে তাদের বিষয়ে কথা বলেছি। অবশেষে সরকার তাদের স্বীকৃতি দিয়েছে। আমাদের এলাকায় মুক্তিযুদ্ধের সময় ভয়াবহ ঘটনা ঘটেছে। রাজাকাররা শক্তিশালী থাকায় নির্যাতিতরা এখনো মুখ খুলতে চায় না। তবে এখন অনেকেই কথা বলছেন। এখন এই দরিদ্র নারীদের সরকারি সুযোগ সুবিধা দ্রুত দেওয়া হোক তিনি বলেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর