শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু প্রতিরোধে হারপিক এবং ব্লিচিং পাউডার লাগবে এটা গুজব

ডেঙ্গু প্রতিরোধে হারপিক এবং ব্লিচিং পাউডার লাগবে এটা গুজব

 

আবারো গুজব ছড়াচ্ছে, ডেঙ্গু প্রতিরোধে আগামী শুক্রবার সবাইকে একযোগে বেসিনে ৫০০ এমএল হারপিক এবং ৫০০ জিএম ব্লিচিং পাউডার ঢেলে দেয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আহবান জানাচ্ছে একটি চক্র।

তাদের দাবি এতে সুয়ারেজে থাকা সকল ডেঙ্গুর লার্ভা ধ্বংস হয়ে যাবে। এটি সম্পূর্ণ একটি মিথ্যা তথ্য এবং ভয়াবহ গুজব। যদি হারপিক এবং ব্লিচিং পাউডার কেউ একসাথে মেশায় তবে সেটি হবে খুবই বিপজ্জনক। হারপিকে হাইড্রোক্লোরিক এসিড (HCl) থাকে, আর ব্লিচিং পাউডারে থাকে সোডিয়াম হাইপোক্লোরাইট(NaClO)।

এই দুটো একসাথে মিক্স করলে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি হবে, যা মাত্র ৩০ সেকেন্ডেই চোখ, ন্যাজাল প্যাসাজ এবং ফুসফুসকে মারত্মক ক্ষতিগ্রস্ত করবে।

কেউ যদি মাত্র ৩০ সেকেন্ডও এই গ্যাস নিশ্বাসের সাথে গ্রহণ করে তবে তার ফুসফুস স্বাভাবিক হতে ৭-৮ ঘন্টা সময় লাগবে। এই বিষাক্ত গ্যাস ফুসফুসে ঢোকার সাথে ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এবং অক্সিজেন নেয়া বন্ধ করে দিবে। কেউ গুজবে কান দিয়ে এমন মারাত্মক ভুল করতে যাবেন না। নিজে সতর্ক হোন, অন্যকেও সতর্ক করুন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: