বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

গাজীপুরে তুলার গুদামে আগুন: আরো তিন মরদেহ উদ্ধার

গাজীপুরে তুলার গুদামে আগুন: আরো তিন মরদেহ উদ্ধার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষা গাজীপুরের শ্রীপুরে আগুন লাগা একটি তুলার গুদাম থেকে আরো তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে অটোস্পিনিং মিল এর তুলার গুদাম থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

দুই মরদেহের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, শ্রীপুরের দক্ষিণ ধনুয়া এলাকার জয়নালের ছেলে আনোয়ার ও হাসান আলীর ছেলে শাহজালাল। এরআগে গতকাল মঙ্গলবার রাসেল আহমেদ নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইনমন্ত্রী আনিসুল হক ও স্থানীয় এমপি ইকবাল হোসেন সবুজ।

আগুন লাগার পর দমকল বাহিনীর ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আশপাশে কোনো পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেরি হয়। অটো স্পিনিং মিল কারখানার জিএম হারুন অর রশিদ জানান, আগুনের উৎস সম্পর্কে কিছুই জানা যায়নি। গুদামের প্রচুর তুলা পুড়ে গেছে।

আলোকিত সিরাজগঞ্জ