সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মালিবাগে আগুনে পুড়ে গেছে প্রায় দু’শতাধিক দোকান

মালিবাগে আগুনে পুড়ে গেছে প্রায় দু’শতাধিক দোকান

মালিবাগের কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শতাধিক দোকান পুড়ে গেছে। এতে বাজারে বিভিন্ন মাংসের দোকানে বেঁধে রাখা ৪০টি ছাগল পুড়ে মরেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রায় ২৯৪টি দোকান রয়েছে। তারা আরো জানান, আগুনে প্রায় দু’শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসব দোকান দিয়ে যাদের রুটি-রুজি, তাদের অনেককেই হয়তো পথে বসতে হতে পারে। অগ্নিকাণ্ডের পর আবার নিজেকে গুছিয়ে উঠতে পারবেন কিনা, এসব ভেবেই কান্নায় ভেঙে পড়ছেন অনেক দোকানি।

ছোট-বড় সবমিলিয়ে প্রায় দুই শতাধিকের বেশি দোকান রয়েছে মালিবাগের কাঁচাবাজারে। প্রায় সব দোকানেই আগুনের স্পর্শ লেগেছে। ফলে অধিকাংশ দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে। দোকানিরা বলছেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাজারের পশ্চিম পাশের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে ফোনে জানানো হলে, দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদর দফতরের স্টেশন অফিসার মাহফুজ রিবেন জানান, ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়্ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে এক ফল বিক্রেতা বলেন, আমার দোকানের পাশেই মুদির দোকান ছিল। এখান থেকে মূলত আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। দোকানদার সবাই বাসায় ঘুমাচ্ছিল।  এর আগে বুধবার রাত ১২টা ৫ মিনিটে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার এলাকায় একটি আবাসিক ভবনের নিচ তলায় অগ্নিকাণ্ড হয়। সেখানে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ