রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

দুর্যোগ মোকাবিলায় ‘ইমারজেন্সি অপারেশন সেন্টার’ উদ্বোধন

দুর্যোগ মোকাবিলায় ‘ইমারজেন্সি অপারেশন সেন্টার’ উদ্বোধন

দুর্যোগ মোকাবিলার অংশ হিসেবে বেসরকারি খাতে ইমারজেন্সি অপারেশন সেন্টার (পিইওসি) উদ্বোধন করেছে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

মঙ্গলবার (১২ অক্টোবর) ডিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ অপারেশন সেন্টার উদ্বোধান করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ইমারজেন্সি অপারেশন সেন্টারের জন্য তেজগাঁওয়ে এক একর জায়গা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছেন। চীনের অর্থায়নে এবং কারিগরি সহায়াতায় এটা তৈরি হবে, নামকরণ করা হয়েছে ন্যাশনাল ইমারজেন্সি অপারেশন সেন্টার।

‘এটা ২০১৯ সালে শুরু করার কথা ছিল। ২০১৯ সালের শেষের দিকে চীনে করোনা শুরু হওয়ায় এই কাজটা পিছিয়ে গেছে। আমাদের চুক্তির মেয়াদও শেষ হয়ে গেছে। আমরা নতুন করে আবার চুক্তির সময়সীমা বাড়িয়েছি গত বছর এবং চীন জানিয়েছে তারা এখন আগ্রহী। তারা এই কাজটা শুরু করবে’ বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আমার কাছে সব থেকে আনন্দ লেগেছে সরকারের আগেই বেসরকারি খাতে ইমারজেন্সি অপারেশন সেন্টার উদ্বোধন হল। এ সেন্টারের সহায়তা নিয়ে আমরা কাজ করে যাবো।

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সফলতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রায় ৪২ লাখ স্বেচ্ছাসেবক আমাদের দেশে কাজ করেন। তার মধ্যে সিকিউরিটিজ স্বেচ্ছাসেবক আছেন ৭৪ হাজার ৫০০, ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক আছেন প্রায় দেড় লাখ, আনসার ভিডিপির স্বেচ্ছাসেবক আছেন দেড় লাখ, স্কাউট ও গার্ল গাইড আছেন ২১ লাখ। পৃথিবীর অনেক দেশেই লোক সংখ্যাই নেই ৪২ লাখ, সেখানে আমাদের দেশে ৪২ লাখ স্বেচ্ছাসেবক কাজ করেন। তাদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যার ফলে বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় সফলতা অনেক বেশি।

ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহাসীন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির প্রমুখ।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ