শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

দেশের সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে- খালিদ মাহমুদ চৌধুরী

দেশের সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে- খালিদ মাহমুদ চৌধুরী

দেশের সবাইকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘করোনা ভ্যাকসিন আসছে। এটি আমরা প্রত্যেককে দেবো শুধু তাই নয়, বিনামূল্যে প্রদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বিরল উপজেলা অডিটোরিয়ামে শীতবস্ত্র বিতরণ এবং অসচ্ছল শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রতিটি শিশু স্কুলে যায়, এমন কোনও ঘর নেই যে ঘরের সন্তান স্কুলে যায় না। মানুষ চিকিৎসা পায়। বিনামূল্যে চিকিৎসাসেবা সরকার প্রদান করতে সক্ষম হয়েছে। দেশের প্রতিটি মানুষ যাতে ঘর পায় এ জন্য আগামী ২৩ জানুয়ারি সমগ্র বাংলাদেশের গৃহহীনদের মাঝে ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।’

বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: