শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আহত ইউএনও’র চিকিৎসার দায়িত্ব নিলেন স্বাস্থ্যমন্ত্রী

আহত ইউএনও’র চিকিৎসার দায়িত্ব নিলেন স্বাস্থ্যমন্ত্রী

গুরুতর আহত চিকিৎসাধীন দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন। একইসঙ্গে মন্ত্রী এই পৈশাচিক হামলার তীব্র নিন্দা জানান ও দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে, দুর্বৃত্তদের আঘাতে আহত হওয়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেখতে হাসপাতালে গেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে তার শারীরিক অবস্থা দেখতে যান তিনি। 

এর আগে দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, হেলিকপ্টার যোগে ইউএনওকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমরা সবচেয়ে ভালো ট্রিটমেন্ট করার চেষ্টা করছি। 

তিনি আরো বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। দুর্বৃত্তদের ধরতে এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর একটি শক্তিশালী দল কাজ করছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: