শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

গরুর প্রজনন ইস্যুতে বিদেশ সফর বাতিল হচ্ছে

গরুর প্রজনন ইস্যুতে বিদেশ সফর বাতিল হচ্ছে

গরুর কৃত্রিম প্রজনন সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য বিদেশ সফরের যে প্রস্তাব গেছে সেটি একনেকের বৈঠকের আগেই বাতিল করে দেয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম।

জানা গেছে, গরুর প্রজনন জ্ঞান অর্জনে ৩৫ কর্মকর্তার জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডা যাওয়ার প্রস্তাব করা হয়েছিলো। ওই চারটি দেশে গেলে সরকারের ব্যয় হতো ১ কোটি ৯৪ লাখ ১২ হাজার টাকা। গড়ে প্রত্যেকের পেছনে ওই সফরে খরচ হতো সাড়ে ৫ লাখ টাকারও বেশি।

এ বিষয়ে শ. ম. রেজাউল করিম বলেন, প্রস্তাবটি আমার দায়িত্ব নেয়ার আগেই গিয়েছিলো। আমি এরইমধ্যে বিষয়টি নিয়ে বৈঠক করেছি সংশ্লিষ্টদের সঙ্গে। সিদ্ধান্ত নেয়া হয়েছে, এ ধরনের বিদেশ ভ্রমণের প্রস্তাব বাতিল করে দেয়া হবে। 

এর আগেও ২০১৯ সালের ডিসেম্বরে প্রায় এক কোটি টাকা ব্যয়ে ১৬ জন কর্মকর্তা পুকুর খনন দেখার জন্য বিদেশে যাওয়ার প্রস্তাব একনেকে পাস হয়। তখন এ নিয়ে দেশব্যাপী তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছিলো।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: