সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

৫০০ পরিবারকে প্রতিদিন খাবার দিচ্ছে সমাজসেবা অধিদফতর

৫০০ পরিবারকে প্রতিদিন খাবার দিচ্ছে সমাজসেবা অধিদফতর

করোনায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছে সমাজসেবা মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতর। প্রতিদিন ৫০০ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এতে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, আধা লিটার সয়াবিন তেল ও একটি সাবান দেওয়া হচ্ছে। শনিবার (৪ এপ্রিল) অধিদফতরের গবেষণা, মূল্যায়ন, প্রকাশনা ও গণসংযোগ শাখার উপপরিচালক মো. সাজ্জাদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার এ দুর্যোগ মোকাবিলায় নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের দুস্থ, অসহায়, প্রতিবন্ধী মানুষ এবং কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সে প্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় অধীন সমাজসেবা অধিদফতর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।’

তিনি আরও জানান, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক সহায়তায় দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি, পথশিশু, কর্মহীন শ্রমিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ২৮ মার্চ হতে এ কার্যক্রম চলছে। খুব শিগগিরই এ কার্যক্রম জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়সমূহের মাধ্যমে দেশব্যাপী সম্প্রসারণ করা হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সোবহানবাগ, শুক্রাবাদ ও এর আশাপাশের এলাকার শ্রমজীবী-কর্মহীন পরিবারের মধ্যে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কার্যক্রম পরিচালনা করেন সমাজসেবা অধিদফতর পরিচালক (প্রশাসন ও অর্থ) আবু মাসুদ ও উপপরিচালক (ইউসিডি) মোহা কামরুজ্জামান, শহর সমাজসেবা কর্মকর্তা মাহফুজুর রহমান, লিয়াজো অফিসার মো. নূরুল আমিন খানসহ অন্যরা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর