সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

চসিকে জীবাণুনাশক ছিটানো অব্যাহত

চসিকে জীবাণুনাশক ছিটানো অব্যাহত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দ্বিতীয় দিনের মতো জীবাণুনাশক ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার দুপুরে চমেক হাসপাতালের পূর্ব গেটসহ আশপাশের এলাকায় পানি ছিটান চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মেয়র বলেন, করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে। নগরবাসীকে সচেতন করার লক্ষে মাইকিংসহ নানামুখী প্রচারণা চালানো হচ্ছে। নগরীর ৪১টি ওয়ার্ডের সব সড়ক, বাজার, মহল্লা ও জনসমাগম থাকে এমন এলাকায় জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এ ছাড়া জরুরি প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা না করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এ সময় চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, বিএমএ সভাপতি প্রফেসর ডা মুজিবল হক খান, বিএমএ সাধারণ সম্পাদক ডা ফয়সল ইকবাল চৌধুরী, ডা. প্রনয় দত্ত, চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

১৬ হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন তিনটি ভাউজারের মাধ্যমে পানি ছিটানো হচ্ছে বলে জানান চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী।

এর আগে বুধবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রথম দিনে নগরের বিভিন্ন সড়কে মোট ৪১ হাজার লিটার পানি ছিটানো হয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর