শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের সিম কার্ড নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ

রোহিঙ্গাদের সিম কার্ড নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সিম ব্যবহার নিয়ন্ত্রণে সিম কোম্পানির স্থানীয় প্রতিনিধি, ডিলার ও সিম ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী। শনিবার সকালে উপজেলা সন্মেলন কক্ষে এই বৈঠক হয়। 

এ সময় ইউএনও নিকারুজ্জামান চৌধুরী বলেন, রোহিঙ্গাদের কাছে কোনো অবস্থাতেই সিম বিক্রি করা যাবে না। যদি কোনো এলাকা থেকে সিম এনে ব্যবসায়ীরা বিক্রি করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক দোকানগুলোতে অচিরেই অভিযান চালানো করা হবে।  

এ সময় কিভাবে রোহিঙ্গা ক্যাম্পে সিমগুলো নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে সিম কোম্পানির প্রতিনিধি, ডিলার ও স্থানীয় সিম ব্যবসায়ীদের থেকে মতামত গ্রহণ করেন তিনি। 

বৈঠকে গ্রামীণ ও রবি’র সিম বিক্রয়কারী প্রতিনিধি মধ্যে ৩০জন উপস্থিত ছিলেন। তবে উখিয়ায় গ্রামীণের ৬৮টি এবং রবির ১৫৮টি সিম কার্ড বিক্রয় প্রতিষ্ঠান রয়েছে।  

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: