• রোববার ০৪ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২০ ১৪৩০

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৪

ছেলেধরা গুজবে কান না দিতে মাইকিং ও হ্যন্ড বিল বিতরণ

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯  

ছেলেধরা গুজবে কান না দিতে দেশের বিভিন্ন স্থানে মসজিদে মসজিদে মাইকিং করা হচ্ছে। জনসাধারণকে সচেতন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং, পথসভা ও শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। কোথাও কোথাও লিফলেট (প্রচারপত্র) বিতরণ করা হচ্ছে। রাজশাহী, পিরোজপুরের মঠবাড়িয়া ও কাউখালী, শেরপুর, কুড়িগ্রামের চিলমারী, বাগেরহাটের চিতলমারী ও কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সচেতনতামূলক শোভাযাত্রা ও মাইকিং করেছে পুলিশ। কাউকে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে থানায় খবর দিতে অথবা ৯৯৯ এ কল করার আহ্বান জানানো হয়েছে। এদিকে পদ্মা সেতু নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে নড়াইলে একজনকে আটক করা হয়েছে। এছাড়া ছেলেধরা সন্দেহে নাটোরে এক ভারতীয় নাগরিক এবং ফেঞ্চুগঞ্জে ‘কল্লা কাটা’র গুজব ছড়ানোর অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মৌলভীবাজারের বড়লেখায় ছেলেধরা গুজব ছড়িয়ে গভীর রাতে যুবলীগ নেতার বাড়িতে হামলা করার অভিযোগ পাওয়া গেছে।    
আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ