শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফেসবুকের মাধ্যমে ১০ দিন পর স্ত্রীকে খুঁজে পেল স্বামী

ফেসবুকের মাধ্যমে ১০ দিন পর স্ত্রীকে খুঁজে পেল স্বামী

ফেসবুকের মাধ্যমে স্ত্রীকে খুঁজে পেয়েছে স্বামী। ১০ দিন পর দুজনের দেখা হলো। আর এতেই সংসারে সুখের আলো ফিরেছে। হাসি ফিরেছে সন্তানদের মুখে। তারা আবার ফিরে পেল মমতার ছায়া। স্ত্রীর নাম বিজলী আক্তার, স্বামী দলিম উদ্দীন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামে এই দম্পত্তির বাড়ি। ২৯ জুন বিভিন্ন গণমাধ্যমে ‘ট্রেনে হারিয়ে ফেলা স্ত্রীকে এক সপ্তাহ ধরে খুঁজছেন স্বামী’ শিরোনামে একটি সংবাদ ফেসবুকে মাধ্যমে ছড়িয়ে পড়ে।

রোববার রাতে ঢাকা থেকে একটি বাসে ঠাকুরগাঁও শহরে পৌছে দিলে কয়েকজন প্রতিবেশীর নজরে পড়ে। তারা তাকে প্রকাশিত সংবাদের সঙ্গে ছবির মিল পেয়ে অটোরিকশায় বাড়ি পৌছে দেন।

গৃহবধূ বিজলী আক্তার জানান, ফুলবাড়ী স্টেশনে পানি পান করার জন্য নেমে যাই। পানি পান করে পুনরায় ট্রেনে উঠার আগেই ট্রেনটি ছেড়ে দেয়। পরের একটি ট্রেনে উঠে বাড়িতে ফেরার চেষ্টা করি। কিন্তু তা আর হলো কই। ট্রেনটি নিয়ে গেছে ঢাকায়। এরপর অনেক চেষ্টা করেছি বাসে বাড়ি আসার জন্য। ব্যর্থ হই। অবশেষে ২৯ জুন সন্ধ্যায় রাতের বাসে রংপুর শহর পর্যন্ত আসি। সেখান থেকে ঠাকুরগাঁও আসতে চাইলে বাস পঞ্চগড়ে নিয়ে যায়। পত্রিকার সংবাদের সঙ্গে আমার ছবির মিল পেয়ে পঞ্চগড়ের কয়েকজন আমাকে ঠাকুরগাঁওয়ের একটি বাসে তুলে দেন। তারপর রোববার সন্ধ্যায় আসি ঠাকুরগাঁও শহরে। তখন বাড়ি ফেরার কোনো রাস্তার কথাই মনে নেই। পাশে গ্রামের কয়েকজন আমাকে দেখলে তারা অটোতে করে বাড়ি পৌছে দেন।

গৃহবধূর স্বামী দলিম উদ্দীন জানান, গণমাধ্যমে বিষয়টি না আসলে আমি আমার স্ত্রীকে খুঁজে পেতাম না। স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন গণমাধ্যম ও স্থানীয় প্রশাসন। বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক বলেন, প্রশাসন ও গণমাধ্যম একযোগে কাজ করলে অনেক সমস্যা দ্রুত নিরসন সম্ভব। গৃহবধূর বাড়িতে ফেরা বিষয়টি তার প্রমাণ।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর