শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিজিবির সদরদফতরে সৌদি বর্ডার গার্ড প্রতিনিধি দল

বিজিবির সদরদফতরে সৌদি বর্ডার গার্ড প্রতিনিধি দল

সৌদি আরবের বর্ডার গার্ডের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরের অংশ হিসেবে সোমবার বিজিবি সদরদফতর পরিদর্শন করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সৌদি বর্ডার গার্ডের মহাপরিচালক ভাইস অ্যাডমিরাল আওয়াদ ঈদ আল আরাদি আল বালাওয়ির নেতৃত্বে ১৩ সদস্যের সৌদি প্রতিনিধিদল সোমবার সকাল ১০টায় বিজিবি সদরদফতরে আসে। ওই সময় বিজিবির মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সৌদি বর্ডার গার্ড মহাপরিচালক এবং অন্যান্য সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি বিজিবি মহাপরিচালকের কার্যালয়ে এসে পৌঁছালে বিজিবির একটি সুসজ্জিত চৌকস দল তাকে ‘গার্ড অব অনার দেন। পরে সৌদি বর্ডার গার্ডের মহাপরিচালক বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিজিবি সদরদফতর পরিদর্শনের সময় ব্রিফিং ও ভিডিও প্রদর্শনীর মাধ্যমে সৌদি প্রতিনিধিদলকে বিজিবির কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দেয়া হয়। এছাড়াও সৌদি প্রতিনিধিদল পিলখানার বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবির প্রশিক্ষিত সদস্যদের অংশগ্রহণে আকর্ষণীয় ট্রিক ড্রিল এবং বিজিবি ডগ স্কোয়াডের কর্মকৌশলের উপর একটি মনোজ্ঞ মহড়া উপভোগ করেন।

সৌদি বর্ডার গার্ড প্রতিনিধি দলটি শনিবার বাংলাদেশ সফরে আসে এবং সফরশেষে আগামী বুধবার দেশে ফিরে যাবে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর