শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মালপত্র সরাতে খুলে দেয়া হয়েছে বিজিএমইএ ভবন

মালপত্র সরাতে খুলে দেয়া হয়েছে বিজিএমইএ ভবন

ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আবার বিজিএমইএ ভবন খুলে দেয়া হয়েছে। বিষয়টি  নিশ্চিত করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান প্রকৌশলী ও হাতিরঝিল প্রকল্প পরিচালক এ এস এম রায়হানুল ফেরদৌস।

সবশেষ ১২ এপ্রিলের মধ্যে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন সরিয়ে নিতে সময় দিয়েছিল আদালত। এরই পরিপ্রেক্ষিতে গত ১৬ এপ্রিল (মঙ্গলবার) নির্দিষ্ট সময় পার হওয়ার পর আদালতের নির্দেশনা বাস্তবায়নে মাঠে নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ(রাজউক)।

গত মঙ্গলবার দিনভর ভবনটির মালামাল সরিয়ে নিতে সময় এবং সুযোগ দেয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভবনটি সিলগালা করে দেয় রাজউক। এদিন সকাল থেকে আদালতের রায়ে অবৈধ বিবেচিত রাজধানীর হাতিরঝিলের বিজিএমইএ ভবন ভাঙার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করে রাজউক। ভবনটির ভেতরে বিজিএমইএ কার্যলয়সহ নানা প্রতিষ্ঠান-অফিস ছিল, তারা সেই দিন মালামাল সরিয়ে নিতে চেষ্টা করে কিন্তু অল্প সময়ের মধ্যে সব মাল সরিয়ে নিতে ব্যর্থ হন। 

তাই তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিকেল ৫ টা পর্যন্ত ওই সব অফিস-প্রতিষ্ঠানগুলো তাদের মালামালগুলো সরিয়ে নেয়ার সুযোগ পাবেন। রাজউকের প্রধান প্রকৌশলী রায়হানুল ফেরদৌস বলেন, গত মঙ্গলবার মালপত্র সরিয়ে নেয়ার পরও কিছু প্রতিষ্ঠানের মালপত্র থেকে গিয়েছিল বিজিএমইএ ভবনে। সেগুলো সরিয়ে নেয়ার সুযোগ দিতেই আজ বিজিএমইএ ভবনের তালা খুলে দেয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো বিকেল ৫টা পর্যন্ত তাদের মালামাল সরিয়ে নিতে পারবে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর