শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারতের আত্মিক বন্ধন ছিন্ন হবার নয় : শিক্ষামন্ত্রী

বাংলাদেশ-ভারতের আত্মিক বন্ধন ছিন্ন হবার নয় : শিক্ষামন্ত্রী

ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতির বন্ধন রাজনৈতিক সীমানা বাংলাদেশ ও ভারতের আত্মিক বন্ধন ছিন্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (৬  এপ্রিল) সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশ ও ভারতের ২৩টি বিশ্ববিদ্যালয়ের আচার্য/উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত আর্ন্তজাতিক উপাচার্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একাত্তরে যারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন,  রাজনৈতিক সীমানার দিক থেকে ভারত ও বাংলাদেশ আলাদা হলেও ভাষা, সংস্কৃতি, ইতিহাস, জ্ঞানচর্চাসহ বিভিন্ন দিক থেকে আমরা আলাদা নয়।

ডা. দীপু মনি বলেন, আমাদের ও ভারতের সমস্যা ও সম্ভাবনাগুলো একই। এজন্য আমাদের পারষ্পারিক সহযোগিতা, সমন্বয় ও সম্পৃক্ততার মাধ্যমে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের জ্ঞান-বিজ্ঞান চর্চায় একসঙ্গে এগিয়ে যেতে হবে। দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্পর্ক তৈরির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলে জানা তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের সামাজিক  ব্যাধি তথা মাদক, দুর্নীতি, সন্ত্রাসবাদ দূর করতে হবে। আর এগুলো দূর করে আমাদের শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি ও বজায় রাখতে হবে। এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের শুধু ডিগ্রিধারী নয় বরং আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়্যারমান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ভারত এবং বাংলাদেশের সংস্কৃতি, চেতনা পৃথক হতে পারে না। আজকের এই প্রোগ্রাম বাংলাদেশ এবং ভারতের শিক্ষাক্ষেত্রে এক নতুন দ্বার উন্মেচিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য মাহবুবুল হক, গোয়াহাটী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মৃদুল হাজারিকা, সম্মেলনের কনভেনর ও স্কুল অব এপ্লাইড সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন অধ্যাপক ড. এ এম এম মোকাদ্দেস এবং সম্মেলনের সদস্য সচিব ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর