• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

আটক মিয়ানমারের সেনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯  

আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভাল্লুকখাইয়া সীমান্তের ৪৯ নম্বর সীমান্ত পিলারের পাশের হাতিছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সেনা সদস্যের নাম অংবোথিন। আটকের সময় তার পরনে ওই দেশের সেনাবাহিনীর পোশাক ছিলো।বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল বায়েজিদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে অংবোথিনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে মিয়ানমারের সেনাবাহিনীর এলআইবি-২৮৭ ব্যাটালিয়নের সদস্য দাবি করে বলেন, বর্তমানে তিনি মিয়ানমারের বান্ডুলা ৫০ ক্যাম্পে দায়িত্বরত রয়েছেন।’কক্সবাজার বিজিবির রিজিওনাল কমান্ডার বি. জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আটক মিয়ানমার সেনা সদস্যকে ফেরত পাঠানোর জন্য বিজিবির পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং তাকে গ্রহণ করার জন্য মিয়ানমার সেনাবাহিনী ও বিজিপি প্রস্তুতি গ্রহণ করেছে। শুক্রবার যেকোনো সময় নাইক্ষ্যংছছড়ি উপজেলার তুমব্রু অথবা টেকনাফ উপজেলার নয়াপাড়া পয়েন্ট দিয়ে তাকে হস্তান্তর করা হবে।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ