রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

‘৯৯৯ এ কল করুন পুলিশ ব্যবস্থা নেবে’

‘৯৯৯ এ কল করুন পুলিশ ব্যবস্থা নেবে’

 

ঝালকাঠির রাজাপুরে ছেলেধরা গুজব রোধে গণসচেতনতামূলক আলোচনা সভা ও প্রচারপত্র বিতরণ করছে পুলিশ। 

বুধবার সকালে রাজাপুর থানা পুলিশের উদ্যোগে রাজাপুর পাইলট সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচি হয়। পরে ওসি জাহিদ হোসেন সভা শেষে শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র বিতরণ করেন। 

এ সময় ওসি জাহিদ হোসেন বলেন, পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এমন গুজবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে কয়েকজন নিহত হয়েছেন। 

তিনি আরো বলেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। এটা দণ্ডনীয় অপরাধ। কাউকে সন্দেহ হলে থানায় খবর দিন অথবা ৯৯৯ এ কল করুন। পুলিশ ব্যবস্থা নেবে। যদি কেউ এ বিষয়ে গুজব ছড়ানোর ও বিশৃংখলা সৃষ্টি করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: