শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ডিঙ্গি নৌকায় ৮৫ বছরের জীবন পার জাবেরের

ডিঙ্গি নৌকায় ৮৫ বছরের জীবন পার জাবেরের

বর্ষার পানি বাড়ার সাথে সাথে ডিঙ্গি নৌকার চাহিদা বেড়েছে যশোরের অভয়নগর উপজেলায়। উপজেলার কোথাও কোথাও এখনো নৌকা একমাত্র ভরসা। আর সেই পেশা নেশা হিসাবে গ্রহনকারী সোনাতলার জাবের শেখ এলাকায় এক পরিচিত নৌকা কারিগর। তার তৈরি নৌকার সুনাম আশে পাশে সর্বত্রই।

উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে সোনাতলা বাজারের ফারাজী পাড়ায় ৬৫ বছর ধরে ডিঙ্গি নৌকা তৈরি করে জীবন সংসার চালান ৮৫ বছর বয়সী প্রবীন জাবের শেখ। বর্ষা আসলেই তিনি নৌকা তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েন। তিনি প্রতি মৌসুমে ২০/২৫ টি ডিঙ্গি নৌকা তৈরি করেন।

 

এসব ডিঙ্গি নৌকা বিক্রি হয় ৩ থেকে ৬ হাজার টাকায়। বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত এলাকার মৌসুমি জেলেরা নৌকা দিয়ে রাত দিন মাছ শিকারে ব্যস্ত থাকে। ঐ এলাকায় নৌকার ব্যবহার যুগ যুগ ধরে। চলতি মৌসুমে সোনাতলা বাজারে জাবের শেখ নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার বিভিন্ন এলাকার দূর-দূরান্তে থেকে ক্রেতারা তাদের পছন্দসই নৌকা এখান থেকে কিনে নিচ্ছেন বা অর্ডার দিচ্ছেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: