রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চন্দনাইশে আখের বাম্পার ফলন, দামে খুশি চাষিরা!

চন্দনাইশে আখের বাম্পার ফলন, দামে খুশি চাষিরা!

প্রতি বছর চন্দনাইশ উপজেলায় বাড়ছে আখ চাষ। বাজারে চাহিদা ও ভালো দাম পাওয়ায় চাষিরা ঝুঁকছেন আখ চাষে। চন্দনাইশ উপজেলায় আবহওয়া ও মাটি অনুকূলে থাকায় আখের ফলনও ভালো হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দোহাজারী দিয়াকুল, চাগাচর ও শঙ্খ নদের তীরবর্তী খাগরিয়া, বৈলতলী, সাতবাড়িয়ার মোহাম্মদ খালীর বিস্তীর্ণ এলাকা জুড়ে আখের চাষাবাদ করা হয়েছে। আখের ফলনও ভালো হয়েছে। বাজারে দামও চড়া।

উপজেলার মোহাম্মদখালী গ্রামের আখচাষি মো. আবদুল মালেক বলেন, এবার তিনি ৮০ শতক জমিতে আখের চাষ করেন। এতে আখ রোপণ থেকেই মোট ১ লাখ টাকা খরচ হয়েছে। বর্তমানে বাজারে আড়াই থেকে ৩ লাখ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন।

খাগরিয়ার চাষি হারুন বলেন, আখ চাষে যেমন খরচ কম, তেমনি ভালো লাভবান হওয়া যায়। স্বল্প শ্রমে অধিক লাভের ফলে অধিকাংশ কৃষকরা এখন আখ চাষের দিকে ঝুঁকে পড়ছে।

চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতিরাণী সরকার বলেন, এ বছর উপজেলায় প্রায় ১৫০ হেক্টর জমিতে আখের চাষাবাদ করা হয়েছে। আখ ছাড়াও বিভিন্ন জাতের সবজি চাষে কৃষকরা যাতে লাভবান হতে পারেন সে সব বিষয়ে মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: