শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

‘পুলিশের খাবারটা পেয়ে জীবনটা বাঁচলো’

‘পুলিশের খাবারটা পেয়ে জীবনটা বাঁচলো’

“রাস্তায় মানুষ-জন নেই, আমরাও ঠিকমতো খেতে পারছি না। এই খাবারটা পেয়ে জীবনটা বাঁচলো।” পুলিশের এই খাবার পেয়ে আমি খুব খুশি। দোয়া করি, আল্লাহ্ যেন তাদের ভাল করে। রমনা থানা এলাকায় ফুটপাতে থাকা এক বৃদ্ধা পুলিশের দেয়া খাবার পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে একথাগুলো বলছিলেন। 

রোববার থেকে রাজধানীর ৫০টি থানায় প্রতিদিন দুই হাজার পাঁচশত ছিন্নমূল মানুষকে এক বেলা করে খাবার সরবরাহ করা হচ্ছে। এ কাজটি করা হচ্ছে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের আন্তরিক প্রচেষ্টায়।

“মানুষ মানুষের জন্য” এই মহান মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকদের পাশে দাঁড়াচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রতিদিন দুই হাজার পাঁচশ’ জনের খাবার সরবরাহ করছে ডিএমপি। এর ধারাবাহিকতায় উত্তরা ডিভিশনে থানা এলাকার বিভিন্ন জায়গাতে ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকদের মাঝে খাবার বিতরণ করেন। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিবারের পক্ষ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুরে ডিএমপির প্রতিটি থানায় ৫০ জন করে মোট দুই হাজার ৫০০ ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকদের মধ্যে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেয়া হবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: