রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আমরা যেটা করি সেটাই বিএনপির কাছে কালো আইন মনে হয়: আইনমন্ত্রী

আমরা যেটা করি সেটাই বিএনপির কাছে কালো আইন মনে হয়: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, স্বায়ত্বশাসিত সংস্থার উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা রাখার যে আইন সংসদে পাশ হয়েছে, এটাকে কালো আইন হিসাবে দেখছেন বিএনপি নেতারা।

তিনি বলেন, বিএনপি নেতারা আইন বুঝুক আর না বুঝুক- যেটাই আমরা করি সেটাই ওনাদের কাছে কালো আইন মনে হয়। আমি তাদেরকে (বিএনপি) বলবো- আইনটি ভাল করে পড়ে ও বুঝে মন্তব্য করুন। শনিবার দুপুরে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, ,পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূইয়া, যুবলীগ নেতা আব্দুল মমিন বাবুল, আবু কাউছার ভূইয়া, মো.মনির খান, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

এর আগে তিনি ঢাকা থেকে রেলপথে আখাউড়ায় আসেন। পরে সড়কপথে কসবায় যান তিনি । 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: