শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘একটি গোষ্ঠী গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে’

‘একটি গোষ্ঠী গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে’

 

চুয়াডাঙ্গা জেলার সব স্কুলে স্কুলে ‘ছেলেধরা গুজব’র বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সচেতন করে তুলতে উদ্যেগ নিয়েছে জেলা পুলিশ। জেলার স্কুলগুলোতে ধারাবাহিকভাবে সেমিনার করে শিক্ষার্থীদেরকে সচেতন করে তুলতে বিভিন্ন কর্মসূচী পালন করছে পুলিশ। সচেতনতামূলক সেমিনারে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

সোমবার সকালে জেলার তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলভর্তি শিক্ষার্থীদের মাঝে ছেলেধরা গুজবের বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ। তিনি শিক্ষার্থীদের উদ্যেশ্য বলেন, বহু কাল আগে থেকেই ছেলেধরা নাম আমরা শুনে আসছি। কিন্ত ছেলেধরা নামক কাউকে আজ পর্যন্ত দেখতে পাইনি। যা ঘটে তার সবগুলো সন্দেহের বশে মানুষ করে। কেউ কেউ নিজ স্বার্থকে হাসিলের জন্য ছেলেধরা নাটক সাজায়। তবে ছেলেধরা বলে যাদেরকে ধরা হয় আমরা তদন্ত করে দেখেছি মানুষ সবগুলো সন্দেহের বশে ধরে।

তিনি আরো বলেন, কিছুদিন আগে আলমডাঙ্গার কয়রাডাঙ্গায় এক ছাত্রের মাথাকাটা লাশ পাওয়া প্রসঙ্গ এনে তিনি বলেন, প্রথমে সবাই বলছিল ছেলেধরার কাজ। কিন্ত আমরা তদন্ত করতে গিয়ে দেখতে পেলাম, ছেলেধরা না, ওই মাদরাসার শিক্ষক ছাত্রটিকে বলাৎকার করে। যাতে কেউ জানতে না পারে এজন্য ছাত্রকে হত্যা করে শিক্ষক। এই হত্যাকে ছেলেধরার কাজ বলে চালিয়ে দিতে তার মাথা কেটে গুম করা হয়। পুলিশ সেই ছাত্রের মাথা উদ্ধার করেছে। যিনি এই অপকর্ম করেছেন তাকেও পুলিশ গ্রেফতার করেছে।

তিনি আরো বলেন, কোন একটি গোষ্ঠী গুজব ছড়াচ্ছে যে- পদ্মা সেতু করতে মাথা লাগে। তিনি বলেন, এটা নিছক গুজব। দেশে বিদেশে কত বড় বড় ব্রীজ হয়েছে। মাথা লাগলে তো দেশের কোন মানুষের মাথা থাকতো না। আসলে মাথা লাগে না। একটি গোষ্ঠী গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে।

তিনি বলেন, তোমরা কোমলমতি শিক্ষার্থী। কুসংস্কারে বিশ্বাস করবা না। তোমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে পরবর্তীতে দেশসেবায় অগ্রণী ভূমিকা রাখবা। এসময় স্কুলের বিপুল সংখ্যক শিক্ষার্থী হাত উচিয়ে ছেলেধরা বিশ্বাস করিনা বলে সমস্বরে চিৎকার করতে থাকে। শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে স্কুল প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

এদিকে সোমবার সকালে চুয়াডাঙ্গা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়েও ছেলধরা গুজবের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান।

এর আগে রোববার আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়েও একই ধরণের ছেলধরা গুজবের বিরুদ্ধে সেমিনার করে জেলা পুলিশ। এ দুটি সেমিনারেও সচেতনতামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর