সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই আসর শেষ দিকে। লিগ পর্বের সবগুলো খেলা শেষ। আগামী ২৩ জানুয়ারি হবে ফাইনাল। এই মঞ্চে কারা থাকবে, তার একটি দল চূড়ান্ত হয়ে যাবে আজই (মঙ্গলবার)। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে দুটি প্লে-অফের ম্যাচ হবে। মুখোমুখি হচ্ছে চারটি দল, এর মধ্যে এক দল ছিটকে যাবে, আরেক দল পেয়ে যাবে ফাইনালের টিকিট। বাকি দুটি দল পাবে দ্বিতীয় সুযোগ।
এলিমিনেটরে মুখোমুখি হচ্ছে সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স। আর ফাইনালে ওঠার লড়াইয়ে সন্ধ্যায় ২২ গজে লড়বে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট ও রংপুরের ম্যাচ জয়ী দল ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ পাবে। আর চট্টগ্রাম ও রাজশাহীর ম্যাচ জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। এই ম্যাচে পরাজিত দল ও এলিমিনেটরে জয়ী দল পাবে শিরোপার লড়াইয়ে ওঠার শেষ সুযোগ।
রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল। আর ২০১৭ সালের চ্যাম্পিয়ন রংপুর মাঝে পথ হারিয়ে লিগের শেষ দুটি ম্যাচ জিতে দ্বিতীয় পর্বের টিকিট কেটেছে। লিগ পর্বে সিলেট ও রংপুর দুইবার মুখোমুখি হয়েছিল, দুটি দলই একবার করে জিতেছে।
আর চট্টগ্রাম ও রাজশাহীও দুইবারের দেখায় একবার করে জিতেছে। তবে রাজশাহী টানা চার জয়ে থাকায় আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে রাজশাহী। চট্টগ্রাম হেরেছে শেষ দুটি ম্যাচ, এর মধ্যে একটি ছিল রাজশাহীর কাছেও। এখন দেখার অপেক্ষা সেই ধারা ধরে রেখে ২০১৯ সালের পর আবারও শিরোপা জেতার সুযোগ ধরে রাখতে পারে কি না নাজমুল হোসেন শান্তর দল।
এফএইচএম/
সূত্র: ঢাকা পোষ্ট














