
সংগৃহীত
আগামী ১৫ জুলাই কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনাল। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ২৩ বছর পর ফাইনালে ওঠা কলম্বিয়া। এই ম্যাচকে পাখির চোখ করে রেখেছে ফুটবলপ্রেমীরা। তবে যারা গ্যালারিতে বসে ম্যাচটিতে উপভোগ করতে চান, তাদের জন্য দুশ্চিন্তার খড়গ হতে পারে টিকিটের মূল্য।
কোপা আমেরিকার ফাইনালে মাত্র দুই ঘণ্টার একটি খেলা দেখার টিকিটের সর্বোচ্চ দাম আপাতত কোটি টাকা ছাড়িয়ে গেছে। শুক্রবার টিকিটমাস্টার নামক ওয়েবসাইটে সর্বনিম্ন দামের টিকিটের দাম ছিল ২ হাজার ৫৪১ ডলার বা দুই লাখ ৯৭ হাজার টাকা! অথচ এর আগে কোপার অন্য ম্যাচগুলোর টিকিট গড়ে পাওয়া গেছে ২০০ ডলারে।
এছাড়া সর্বোচ্চ টিকিটের মূল্য ছিল ৯৭ হাজার ৯০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় এক কোটি সাড়ে ১৪ লাখ টাকা (প্রতি ডলার ১১৭ টাকা হিসাবে)! স্টাবহাব নামের একটি টিকিট বিক্রির ওয়েবসাইটে একেবারে সামনের সারির ভিআইপি টিকিটের এমন দাম উঠেছিল শুক্রবার।
যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে হবে কোপার ফাইনাল। ফ্লোরিডায় অরিজিনাল আমেরিকানদের মধ্যে ফুটবল নিয়ে তেমন ক্রেজ নেই। কিন্তু এই রাজ্য মূলত স্প্যানিশ অধ্যুষিত। একটি ছোট্ট পরিসংখ্যান দিলে কোপার ফাইনাল নিয়ে এই স্প্যানিশদের পাগলামির কিছুটা আঁচ পাওয়া যাবে।
উয়েফার ওয়েবসাইট অনুযায়ী, একই সময়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেন ও ইংল্যান্ডের ফাইনালে টিকিটের সর্বনিম্ন মূল্য মাত্র ৯৫ ইউরো আর সর্বোচ্চ মূল্য দুই হাজার ইউরো।
এআইয়ের তথ্য অনুযায়ী, ফ্লোরিডায় বৈধ আর্জেন্টিনার অভিবাসী আছে লাখখানেক, যা অবৈধ মিলে প্রায় দুই লাখ। কলম্বিয়ান বৈধ অভিবাসী রয়েছে প্রায় ছয় লাখ। আর অবৈধভাবে আরো প্রায় চার লাখ। আবার এই কলম্বিয়ানদের প্রায় চার লাখের বাস মায়ামির আশপাশে।
২৩ বছর পর কোপার ফাইনালে ওঠা এই ম্যাচ নিয়ে কলম্বিয়ানদের উন্মাদনা তাই তুঙ্গে। যেভাবেই হোক, মাঠে বসে দলকে সমর্থন দিতে একটি টিকিট চাই। পেশায় কার্পেন্টার ইমানুয়েল যেমন উরুগুয়েকে হারিয়ে কলম্বিয়া ফাইনাল নিশ্চিত করার ঘণ্টাখানেকের মধ্যে এক হাজার ৮২৩ ডলারের টিকিট কিনে ফেলেন।
‘সপ্তাহে আমার আয় ৯৫০ ডলার। এত দামে টিকিট কেনার কারণে কিছুদিন আমার চলতে কষ্ট হবে। তবে এমন সুযোগ তো সব সময় পাব না। এত কাছে ঘরের মাঠে নিজ দেশকে সমর্থন দেব, এর চেয়ে বেশি কিছু ভাবতে পারছি না।’—যেন নিজেকেই সান্ত্বনা দিচ্ছেন।
সূত্র: ডেইলি বাংলাদেশ