শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

তামিমদের হারাতে প্রস্তুত চট্টগ্রাম

তামিমদের হারাতে প্রস্তুত চট্টগ্রাম

সংগৃহীত

আজ (সোমবার) থেকে শুরু হচ্ছে বিপিএলের শেষ চারের খেলা। দুপুরে এলিমেনিটরে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ফরচুন বরিশাল। কাগজে কলমে বরিশাল দল কিছুটা এগিয়েই থাকবে। দক্ষিণাঞ্চলের দলে রয়েছে তারকার মেলা। অন্যদিকে চট্টগ্রাম দলে রয়েছে সাদামাটা ক্রিকেটার।

তবে এই ক্রিকেটারদের হাত ধরেই প্লে-অফে খেলছেন তানজিদ তামিমের দল।দলটির অধিনায়ক শুভাগত হোম জানালেন বিপক্ষে দলে কারা আছে সে সব বিষয় না। গতকাল (রোববার) গণমাধ্যমের সাথে আলাপকালে শুভাগত বলেন, ‘প্রতি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শেষ দুই ম্যাচ নকআউটের মত খেলেই আমরা প্লে-অফে এসেছি। এটাও আরেকটা দিনের মত ম্যাচ। গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা অবশ্যই জেতার জন্য মাঠে নামব। যারা ভালো খেলবে তারাই জিতবে।

'প্রতিপক্ষ বরিশালে আছে একাধিক তারকা। কাইল মায়ার্সের পর এসে যোগ দিয়েছেন ডেভিড মিলার। সেসব নিয়ে অবশ্য ভাবতে চাননা শুভাগত, 'আমরা চাইব ভালো খেলে পরের ম্যাচটা নিশ্চিত করতে। প্রত্যেক দলই চাইবে সেরা প্লেয়ার নিয়ে খেলতে। আমরা আলাদা করে সেরকম কিছু (চিন্তা করছি) না। শেষ কয়েক ম্যাচেও আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলেছি। প্রতিপক্ষ দলে কে আছে তা ফ্যাক্ট না। আমাদের দিকটা আমরা কতটা ভালো খেলতে পারি কতটা মাঠে দিতে পারি সেটার উপর নির্ভর করছে।’

নিজেন দলের প্রতি আত্মবিশ্বাস সম্পর্কে শুভাগত জানান, ‘অবশ্যই আত্মবিশ্বাস আছে। শুরু থেকে বলেছিলেন এই দল নিয়ে এত দূর আসা অনেকেই চিন্তায় ছিল। আমরা সেটা প্রমাণ করেছি। প্লে-অফে এসেছি। সবার উপর আত্মবিশ্বাস আছে আমার বিশ্বাসও আছে। সবাই তাদের সেরাটা দিতে পারলে আশা করি এই ম্যাচ জিতব।’

চলতি বিপিএলে ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচের রেকর্ড অবশ্য এখন পর্যন্ত চট্টগ্রামকেই সঙ্গ দিচ্ছে। দুইবারের দেখাতেই জয় পেয়েছে তুষার ইমরানের শিষ্যরা। দুবারই আগে ব্যাট করেছিল চট্টগ্রাম।  প্লে-অফের লড়াইতে কী হয় ফলাফল, সেটাই দেখার অপেক্ষা 

সূত্র: ঢাকা পোস্ট

সর্বশেষ: