শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সিরাজগঞ্জে জন্ম- মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভা

সিরাজগঞ্জে জন্ম- মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভা

সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়নে জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির নেতৃবৃন্দের  সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময়ে স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে ফুলেল শুভেচছা দেয়া হয়। 

সোমবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩ টার দিকে অত্র ইউনিয়ন পরিষদে কালিয়াহরিপুর ইউনিয়ন জন্ম- মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির নেতৃবৃন্দের  সাথে মতবিনিময় সভা করেন  এবং ইউনিয়ন পরিষদ পরিদর্শন  করেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন। 

এসময়ে জেলা প্রশাসক কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. খায়রুল ইসলাম,  সিরাজগঞ্জ সদরে ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়নে জন্ম- মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান হাজী মো. সবুর আলী সেখ, সদস্য সচিব সুমী ঘোষ, ইউপি সদস্য মো. রিমন হাসান, ইসমাইল হোসেন,  ফাহমিদা রহমান মনি, রেখা বেগম, হালিমা খাতুনসহ অন্যান্য ইউপি সদস্যগণ,সহকারী স্বাস্থ্য পরিদর্শক, এনজিও প্রতিনিধি, স্থানীয় সমাজকর্মী, গন্যমান্যবক্তিগণ উপস্থিত ছিলেন। 

এর আগে সকালে সয়দাবাদ ইউনিয়ন পরিষদে জন্ম- মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন, সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নবীদুল ইসলাম, ইউপির সচিব আবুল কালাম আজাদ সহ ইউপিসদস্যগণ সহকারী স্বাস্থ্য পরিদর্শক, এনজিও প্রতিনিধি, স্থানীয় সমাজকর্মী, গন্যমান্যবক্তিগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ: