সংগৃহীত
চলতি বছরের শুরুতে ব্রিসবেনের গ্যাবায় বল হাতে গতির ঝড় তুলে আলোচনার জন্ম দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ। নিজের অভিষেক টেস্টেই অস্ট্রেলিয়াকে হুঙ্কার দিয়েছেন। আর দ্বিতীয় টেস্টে তো রীতিমতো ইতিহাস গড়েছেন।
এর ক’দিন পরেই বিশ্বের নামীদামি সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে ডাক পেতে শুরু করেন শামার। দুবাইয়ের আইএল টি-২০তে ডাক পেলেও ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি। পরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি তাকে দলে ভেড়ায়।
এদিকে পিএসএলে দল পাওয়ার পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সুখবর পেয়েছেন শামার। তাদের ৩ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়ান্টস। ইংলিশ পেসার মার্ক উডের পরিবর্তে খেলবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ।
লখনৌ সুপার জায়ান্টসে অধিনায়ক হিসেবে লোকেশ রাহুলকে পাচ্ছেন জোসেফ। ফ্র্যাঞ্চাইজি দলটিতে তিনি সতীর্থ হিসেবে পাচ্ছেন স্বদেশী নিকোলাস পুরান ও কাইল মেয়ার্সকে।
অথচ গত আইপিএল নিলামে ২০ লাখ ভিত্তিমূল্যের অখ্যাত শামার জোসেফকে দলে নেয়ার আগ্রহই দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ক্যারিবীয়ান পেসার তখন ছিলেন ঘরোয়া ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে চাপিয়ে মাত্র দুই ম্যাচেই নিজের ভাগ্য বদলে নিলেন ২৪ বছর বয়সী তরুণ এই পেসার।
সূত্র: ডেইলি বাংলাদেশ