রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কোচ হিসেবে ক্যারিয়ার শুরু তেভেসের

কোচ হিসেবে ক্যারিয়ার শুরু তেভেসের

কিছুদিন আগে খেলোয়াড়ি জীবনের ইতি টেনেছেন কার্লোস তেভেস। তবে বেশি দিন ফুটবল থেকে দূরে থাকলেন না এই আর্জেন্টাইন ফুটবলার। ১ বছরের জন্য আর্জেন্টিনার ক্লাব রোসারিও সেন্ট্রালে স্ট্রাইকার কোচ হিসেবে যোগ দিলেন তিনি। ক্লাবের টুইটার অ‍্যাকাউন্টে বিষয়টি জানানো হয়েছে। গত ৩ জুন আর্জেন্টিনার জাতীয় টেলিভিশন অনুষ্ঠানে ৩৮ বছর বয়সী তেভেস পেশাদার ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন।

শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে ২০০১ সালে সিনিয়র ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর ইউরোপে ১৪ বছর খেলে ২০১৫ সালে ফিরে আসেন বোকায়। মাঝে ২০১৭ সালে সাংহাই সেনহুয়ায় পাড়ি দিয়েছিলেন তেভেস। এক বছর পরই অবশ্য তৃতীয় মেয়াদে ফিরে আসেন বোকায়। স্বদেশের ক্লাবে এ দফায় খেলেন ২০২১ সালের জুলাই পর্যন্ত।

বোকার সঙ্গে চুক্তি শেষে তখন নতুন কোনো ক্লাবে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তেভেস। কিন্তু প্রায় এক বছরেও কোনো ক্লাব না পেয়ে অবসর নিয়ে নেন। আর্জেন্টিনা জাতীয় দলে ২০০৪ সালে অভিষেকের পর থেকে প্রায় এক যুগের ক্যারিয়ারে ৭৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন তেভেস। জাতীয় দলে অভিষেকের বছরে এথেন্স অলিম্পিকসে সোনার পদক জয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: