রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

পেছানো হলো বিসিএলের ফাইনাল, হবে ৫ দিনের

পেছানো হলো বিসিএলের ফাইনাল, হবে ৫ দিনের

চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা ছিলো ২১ ফেব্রুয়ারি। ম্যাচটি মিরপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ম্যাচের সময় ও ভেন্যুতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিসিএল ফাইনালের দিন নির্ধারণ করে সমালোচনার মুখে পড়ে বিসিবি। অনেকে এটাকে বিসিবির দূরদর্শিতার অভাব হিসেবেও আখ্যায়িত করেছিলো। তবে এবার সেই ভুল শুধরে নিলো বিসিবি। ফাইনালের দিনক্ষণ হিসেবে ২২ ফেব্রুয়ারিকে নির্ধারিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। 

ফাইনাল ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সরিয়ে নেয়া হয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বিসিএলের পুরো আসরের সবগুলো ম্যাচ চারদিনের হলেও ফাইনাল ম্যাচটি পাঁচদিনের হবে বলে জানিয়েছে বিসিবি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: