রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

টিকটকের পথে হাঁটছে ফেসবুক

টিকটকের পথে হাঁটছে ফেসবুক

সংগৃহীত

জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক এখন টিকটকে রূপ নিচ্ছে। মেটা জানিয়েছে, তারা রিলস ফিচার আরও উন্নত করছে। যাতে ব্যবহারকারীরা আরও বেশি সময় ভিডিও দেখতে আগ্রহী হন। 

নতুন আপডেটে ‘ফ্রেন্ড বাবল’ নামে একটি বিশেষ ফিচার যুক্ত হচ্ছে। যেখানে কোনো বন্ধু কোনো রিলসে লাইক দিলে ভিডিওর নিচের কোণে তার প্রোফাইল বাবল দেখা যাবে।

মেটা আরো জানিয়েছে, এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন তাদের বন্ধুরা কোন ভিডিও পছন্দ করেছেন। চাইলে সেই বাবলে ট্যাপ করে সরাসরি বন্ধুর সঙ্গে চ্যাট শুরু করা যাবে। 

মেটা বলছে, “বন্ধুদের লাইক দেখা সবসময়ই ফেসবুক অভিজ্ঞতার মূল অংশ ছিল। এখন আমরা নতুন ফিচারের মাধ্যমে সেই সংযোগকে আরও জোরদার করছি।”

রিলস ব্যবস্থাকে আরও কার্যকর করতে মেটা তাদের রিকমেন্ডেশন ইঞ্জিন বা অ্যালগরিদমও উন্নত করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এটি এখন ব্যবহারকারীর আগ্রহ দ্রুত বুঝে নিয়ে নতুন ও প্রাসঙ্গিক রিলস দেখাতে সক্ষম। 

মেটা বলছে, এখন ফেসবুকে ব্যবহারকারীরা আগের তুলনায় ২০ শতাংশ বেশি সময় ভিডিও দেখছেন।

এছাড়াও ফেসবুকে প্রতিদিন প্রকাশিত ভিডিওর মধ্যে ৫০ শতাংশ বেশি রিলস দেখা যাবে। যা ওই দিনই ক্রিয়েটররা আপলোড করেছেন। এর ফলে ব্যবহারকারীরা আরও বেশি সাম্প্রতিক কনটেন্ট দেখতে পারবেন।

চলতি বছরের শুরুতে সিইও মার্ক জুকারবার্গ বলেছিলেন, তিনি আবার “পুরনো দিনের ফেসবুক” ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন। 

তবে বিশ্লেষকরা মনে করছেন, এই আপডেটগুলো মূলত টিকটকের মতো ভিডিও অভিজ্ঞতা তৈরি করারই অংশ। মেটা জুন মাসে ঘোষণা করেছিল, ফেসবুকে সব ভিডিও এখন থেকে রিলস ফরম্যাটে থাকবে এবং এর দৈর্ঘ্যেও আর কোনো সীমা থাকছে না।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম: