শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

স্মার্টফোনের এআই অ্যাসিস্ট্যান্ট হতে যাচ্ছে ‘কোপাইলট’

স্মার্টফোনের এআই অ্যাসিস্ট্যান্ট হতে যাচ্ছে ‘কোপাইলট’

সংগৃহীত

মাইক্রোসফটের এআই অ্যাসিস্ট্যান্ট কোপাইলটের নতুন বেটা ভার্সনে ব্যাপক পরিবর্তন এসেছে। এখন থেকে অ্যানড্রয়েড স্মার্টফোনের ডিফল্ট এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করা যাবে মাইক্রোসফট কোপাইলট। অর্থাৎ গুগল অ্যাসিস্ট্যান্ট ও স্যামসাং বিক্সবির মতো ডিফল্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করা যাবে কোপাইলটকে।

প্রযুক্তি বিশ্লেষক মিশাল তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানান, নতুন ফিচারের মাধ্যমে মাইক্রোসফট কোপাইলট অ্যান্ড্রয়েডে ডিফল্টভাবে ব্যবহার করা যাবে। তবে বেটা ভার্সনে প্রতিদ্বন্দ্বী অন্যান্য অ্যাপের তুলনায় সব ফিচার এখনো যুক্ত করা হয়নি।

প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, মাইক্রোসফট এর মধ্যেই অন্যান্য ফিচার নিয়ে কাজ শুরু করে দিয়েছে। মাইক্রোসফট মূলত কোপাইলটের ব্যবহারকারী বাড়ানোকে এখন অগ্রাধিকার দিচ্ছে।

বেটা সংস্করণের মধ্য দিয়ে গুগল অ্যাসিস্ট্যান্ট ও স্যামসাং বিক্সবির প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির হচ্ছে মাইক্রোসফট কোপাইলট। তবে এখনো মাইক্রোসফটের অ্যাপ উন্নয়ন প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়নি। এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে অ্যানড্রয়েডের সঙ্গে যুক্ত হয় মাইক্রোসফট কোপাইলট অ্যাপটি।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: