সংগৃহীত
মেঘলা আকাশ বা বৃষ্টির দিনে যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে তারা ড্রায়ারে খুব সহজেই ভেজা জামা-কাপড় শুকিয়ে নিতে পারেন। কিন্তু যাদের নেই, তারা পড়েন সমস্যায়। এবার সেই সমস্যা দূর করবে পোর্টেবল ক্লথ (কাপড়) মিনি ড্রায়ার। মেশিনগুলো ছোট হওয়ায় ব্যাগে করে যেখানে সেখানে বহন করে নিয়ে যাওয়া যাবে।
চলুন জেনে নিই কয়েকটি মিনি ড্রায়ারের সম্পর্কে যাতে আপনি কয়েক মিনিটের মধ্যেই জামা কাপড় শুকিয়ে ফেলতে পারবেন।
অসলেস পোর্টেবল ক্লথ মিনি ড্রায়ার
এই ড্রায়ারে আপনি টিউব মোডও পাবেন, যাতে সহজেই কয়েক মিনিটের মধ্যে জুতা, মোজা, জামাকাপড়, বিছানা ইত্যাদি সব কিছুই শুকাতে পারেন। এটি একটি পোর্টেবল ডিভাইস, যাতে ৪০০ ওয়াট শক্তি সাপোর্ট করে।
অ্যাভিরা ইলেকট্রিক পোর্টেবল ক্লথ ড্রায়ার
এই ড্রায়ারগুলো খুব বেশি বড় হয় না। এমনকি আপনি এগুলোকে একটি ব্যাগে করে কোথাও নিয়ে যেতে পারেন। এটিও আগের ড্রায়ারটির মতোই কাজ করে।
২২০ ভোল্টের বৈদ্যুতিক পোর্টেবল ড্রায়ার
২৫০ ওয়াট ড্রাইং পাওয়ার সাপোর্ট করে এই ডিভাইসটিতে। এর সাহায্যে ব্যবহারকারী খুব তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে ফেলতে পারবেন। এটিও আকারে খুব ছোট।
এক্সপ্রেসড্রাই অরাটে প্রো ম্যাক্স পোর্টেবল ড্রায়ার
এই ড্রায়ারে অনেক ফিচার রয়েছে। এতে ব্যবহারকারী তার শিশুর কাপড়ও আরামে শুকাতে পারবেন।
তবে এ ড্রায়ার মেশিনগুলো কেনার আগে কাস্টমার রিভিউ দেখে নেবেন। বিভিন্ন জায়গায় দাম যাচাই করে তবেই কিনবেন।
সূত্র: ঢাকা পোস্ট