বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

মোবাইলে ডেটা খরচ কমানোর ১০ সেরা টিপস ও ট্রিকস

মোবাইলে ডেটা খরচ কমানোর ১০ সেরা টিপস ও ট্রিকস

সংগৃহীত

আজকাল সবকিছুই ফোনে—কাজ, বিনোদন, পড়াশোনা, এমনকি কেনাকাটা। আর এই সবকিছুতেই দরকার ইন্টারনেট। কিন্তু মোবাইল ডেটার খরচ অনেক সময়ই বাজেটের বাইরে চলে যায়।

ভাগ্যিস, কিছু সহজ কৌশল আছে, যা অনুসরণ করলে মোবাইল ডেটা অনেকটাই সাশ্রয় করা সম্ভব। চলুন জেনে নিই এমন ১০টি সহজ ও কার্যকর উপায়, যা আপনার ফোনে ডেটা খরচ কমিয়ে দেবে।

দরকার না হলে ডেটা বন্ধ রাখুন

অনেক সময় আমরা ফোনে এমন কাজ করি, যার জন্য ইন্টারনেট লাগেই না। তখন ডেটা অন রাখা মানেই অযথা খরচ। কাজ শেষে ডেটা বন্ধ রাখলে ব্যাটারিও টিকবে বেশি।

অটো-আপডেট বন্ধ করুন

Play Store বা App Store থেকে অ্যাপগুলো অনেক সময় নিজেরাই আপডেট হয়ে যায়। এতে ডেটা শেষ হয় অনেকটাই। সেটিংসে গিয়ে Auto-update apps অপশনটি “Wi-Fi only” করে দিন।

অ্যাপ আপডেট শুধু Wi-Fi তে

যখনই অ্যাপ আপডেট করবেন, চেষ্টা করুন Wi-Fi কানেকশন থাকলে তবেই করুন। এতে মোবাইল ডেটা নষ্ট হবে না।

কোন অ্যাপ কত ডেটা খরচ করছে, দেখে নিন

ফোনের সেটিংসে গিয়ে Data Usage অপশনে দেখুন কোন অ্যাপ সবচেয়ে বেশি ডেটা খরচ করছে। অনেক সময় সোশ্যাল মিডিয়া বা ভিডিও অ্যাপ অজান্তেই প্রচুর ডেটা খেয়ে ফেলে।

অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন

যে অ্যাপগুলো আপনি খুব একটা ব্যবহার করেন না, সেগুলো মুছে দিন। কারণ, এই অ্যাপগুলো অনেক সময় ব্যাকগ্রাউন্ডে ডেটা খরচ করে, আপনি বুঝতেই পারেন না।

ভিডিও দেখার সময় কোয়ালিটি কমিয়ে দিন

HD বা Full HD ভিডিও দেখলে ডেটা খরচ হয় অনেক। ইউটিউব, ফেসবুক বা অন্য ভিডিও অ্যাপে ভিডিও চালানোর সময় Medium বা Low quality সিলেক্ট করুন।

Data Saver মোড চালু রাখুন

ফোনে Data Saver মোড অন রাখলে অপ্রয়োজনীয় ডেটা খরচ বন্ধ হয়। Android-এ Settings > Network > Data Saver থেকে চালু করতে পারবেন।

ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ থামান

অনেক অ্যাপ আপনার অজান্তেই ব্যাকগ্রাউন্ডে থেকে ডেটা খরচ করে। Settings > Apps > Data usage থেকে Restrict background data অপশন চালু করুন নির্দিষ্ট অ্যাপের জন্য।

নোটিফিকেশন অফ করুন

গেমিং বা নিউজ অ্যাপগুলো প্রায়ই নানা রকম নোটিফিকেশন পাঠায়—যা ডেটা খরচ করে। প্রয়োজন না হলে সেসব অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে দিন।

ভারী ওয়েবসাইট বা অ্যাপ Wi-Fi তে চালান

শপিং, ভিডিও বা স্ট্রিমিং অ্যাপ—এসব সাধারণত বেশি ডেটা নেয়। মোবাইল ডেটা নয়, এসব অ্যাপ Wi-Fi কানেকশনে ব্যবহার করুন।

ডেটা খরচ কমাতে দরকার একটু সচেতনতা। উপরের টিপসগুলো নিয়ম করে অনুসরণ করলে আপনি মাস শেষে বেশ ভালো একটা অঙ্ক সাশ্রয় করতে পারবেন।

স্মার্ট ফোন ব্যবহার করছেন? তাহলে হোন স্মার্ট ইউজারও।

সূত্র: কালবেলা

সর্বশেষ:

শিরোনাম: