বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ক্যামেরায় ধরা পড়ল মহাকাশ থেকে হিমালয়ের অপরূপ দৃশ্য

ক্যামেরায় ধরা পড়ল মহাকাশ থেকে হিমালয়ের অপরূপ দৃশ্য

মহাকাশ থেকে বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয়কে দেখতে কেমন লাগে তা ভাবতে এখন আর বেশি কল্পনার প্রয়োজন নেই। এবার মহাকাশ থেকে হিমালয়ের সেই দৃশ্যই তুলে ধরলেন এক নভোচারী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মহাকাশ গবেষণাগারের নভোচারী মার্ক টি ভ্যান্ডে হেই-এর ক্যামেরায় ধরা পড়ল মহাকাশ থেকে হিমালয়ের অপরূপ দৃশ্য। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এমনই ছবি প্রকাশ করেছেন মার্কিন এই নভোচারী।

ছবিতে দেখা গেছে, সুবিস্তৃত পর্বতমালা। তার মধ্য দিয়ে বয়ে গেছে নদী। কোথাও আবার মেঘ ছুঁয়ে গেছে হিমালয়ের পর্বতশৃঙ্গ।

ছবিটি প্রকাশ করে তিনি লিখেছেন, এমন পরিষ্কার, উজ্জ্বল দিনে হিমালয়ের কোনো অংশ। এমন দৃশ্য যতবারই দেখি যেন কম মনে হয়।

উল্লেখ্য, আকাশে একেবারে কম মেঘ থাকলেই পৃথিবীর এত ডিটেইলড ছবি তোলা সম্ভব হয়।

ছবিটি দেখতে <<এখানে>> ক্লিক করুন।

আলোকিত সিরাজগঞ্জ