রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

পৃথিবীর এক হাজার চমকপ্রদ ল্যান্ডস্কেপ প্রকাশ করল গুগল

পৃথিবীর এক হাজার চমকপ্রদ ল্যান্ডস্কেপ প্রকাশ করল গুগল

বহুকাল ধরে মহাকাশ থেকে পাখির চোখে দেখা পৃথিবীর চমকপ্রদ ল্যান্ডস্কেপগুলির মধ্যে ১ হাজার ছবি প্রকাশ করেছে গুগল। গুগল আর্থ ভিউ'তে নতুন এই সংযোজনগুলো দেখা যাবে। গুগল আর্থ ভিউয়ের সংগ্রহে এখন বিশ্ব জুড়ে ২ হাজার ৪০০ টিরও বেশি ল্যান্ডস্কেপ রয়েছে। তাছাড়া আপগ্রেড করা ছবিগুলোর উজ্জ্বল রঙ এবং উচ্চ-রেজোলিউশন স্ক্রিন দেখা যাবে।

গুগলের এ ছবিগুলো অ্যান্ড্রয়েডে ওয়ালপেপার হিসাবে, ক্রোমকাস্ট এবং গুগল হোমের স্ক্রিনসেভার হিসাবে, গুগল আর্থের ভয়েজারে একটি ইন্টারেক্টিভ প্রদর্শন হিসাবে দেখা যাবে। তাছাড়া ডেস্কটপে ব্যবহারের জন্যও সংরক্ষণ করা যাবে ছবিগুলো। ব্রাউজারে গুগল ক্রোম এক্সটেনশন ইনস্টলের মাধ্যমেই একমাত্র ছবিগুলি দেখা যাবে।

 

ছবিঃ গুগল আর্থ

                                                               ছবিঃ গুগল আর্থ

 

গুগল আর্থ প্রোডাক্ট ম্যানেজার গোপাল শাহ ব্লগে লিখেছেন, একসময় আর্থ ভিউটি কেবলমাত্র কৌতূহলীদের আগ্রহ মেটাত। এখন গোটা বিশ্বের লাখো মানুষ এখানে ছবি দেখে। তাছাড়াও এ সংযোজন গুগল আর্থের প্রতি গ্রাহকদের আরও আগ্রহী করে তুলবে বলে তারা আশা করছে গুগল।

সূত্র : সিএনএন  

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: